সৌরভ এ বার আর ৫-০ দেখছেন না

এ বার ওয়ান ডে সিরিজের আগে অবশ্য ৫-০ হওয়ার কথা বলছেন না প্রাক্তন ভারত অধিনায়ক। বরং বলছেন, ‘‘ভারতে এসে ভারতকে হারানো কঠিন। সিরিজ ভারতই জিতবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ০৫:৩১
Share:

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের আগে ৪-০-র ভবিষ্যদ্বাণী করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শেষ পর্যন্ত ভারত জিতেছিল ২-১-এ। এ বার ওয়ান ডে সিরিজের আগে অবশ্য ৫-০ হওয়ার কথা বলছেন না প্রাক্তন ভারত অধিনায়ক। বরং বলছেন, ‘‘ভারতে এসে ভারতকে হারানো কঠিন। সিরিজ ভারতই জিতবে। তবে শ্রীলঙ্কার মতো ৫-০ হওয়ার সম্ভাবনা কম। কারণ, অস্ট্রেলিয়া ওদের চেয়ে শক্তিশালী দল।’’

Advertisement

আরও পড়ুন: ওয়ার্নের জন্মদিনে সহবাগের টুইট ভাইরাল নেট দুনিয়ায়

ভারতীয় দলে ঘুরিয়ে ফিরিয়ে তরুণ ক্রিকেটারদের খেলানোর যে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা, তাতে সায় রয়েছে সৌরভের। বুধবার মধ্য কলকাতায় এক অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘নির্বাচকেরা তরুণ ক্রিকেটারদের পরখ করে নিতে চান। ২০১৯ বিশ্বকাপের আগে এটা একটা ভাল পদক্ষেপ। প্রস্তুত হওয়ার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। মনে হয় প্রত্যেকেই সুযোগ পাবে। একটা ভাল দল তৈরি করতে গেলে এই পদ্ধতিটাই দরকার। যাতে প্রাথমিক ক্রিকেটারদের বেছে নেওয়া যায়।’’ অধিনায়ক থাকাকালীন তাঁর পছন্দের পাত্র বলে পরিচিত যুবরাজ সিংহকে নির্বাচকরা কোনও দলেই না বাছলেও তাঁর পক্ষে ফিরে আসা সম্ভব বলে মনে করেন সৌরভ। বলেন, ‘‘চেষ্টা করলে ও ফিরতে পারে। সত্যিই ও যদি ফুরিয়ে না গিয়ে থাকে, তা হলে ওর পক্ষে ফিরে আসা সম্ভব। তবে সেটা ওকে প্রমাণ করতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement