ঋষভের সুযোগ নিয়ে সন্দিহান সৌরভ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে উইকেটকিপার হিসেবে দলে রাখা হয়েছে ঋষভ পন্থকে। দলে জায়গা হয়নি আর এক উইকেটকিপার দীনেশ কার্তিকের। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ ওয়ান ডে সিরিজ। কিন্তু এ পর্যন্ত ভারতীয় দলের জার্সি গায়ে মাত্র তিনটি ওয়ান ডে ম্যাচ খেলা ঋষভ কী ভাবে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হতে পারেন, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন সৌরভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ০৪:৩৬
Share:

চ্যালেঞ্জ: বিশ্বকাপ দলে ঢোকার পরীক্ষা ঋষভ পন্থের।—ছবি পিটিআই।

বিশ্বকাপ দলে ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থের জায়গা পাওয়া নিয়ে সন্দিহান প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে একই সঙ্গে ঋষভের প্রতিভায় মুগ্ধ সৌরভ। বলছেন, ঋষভ আগামী দিনের খেলোয়াড়।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে উইকেটকিপার হিসেবে দলে রাখা হয়েছে ঋষভ পন্থকে। দলে জায়গা হয়নি আর এক উইকেটকিপার দীনেশ কার্তিকের। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ ওয়ান ডে সিরিজ। কিন্তু এ পর্যন্ত ভারতীয় দলের জার্সি গায়ে মাত্র তিনটি ওয়ান ডে ম্যাচ খেলা ঋষভ কী ভাবে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হতে পারেন, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন সৌরভ।

তাঁর কথায়, ‘‘জাতীয় দলে ঋষভকে মানিয়ে নিতে হবে। আমি জানি না, এই মুহূর্তে এত অল্প সময়ের মধ্যে কী ভাবে ঋষভ নিজেকে দলের সঙ্গে মানিয়ে নেবে। এটা ভাবার বিষয়।’’

Advertisement

গত এক বছরে টেস্টে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন ঋষভ। কিন্তু ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে সে ভাবে সফল নন। গত মাসে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটসম্যান হিসেবে খেলানো হয়েছিল দিল্লির এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে। যেখানে তাঁর রান ৪, অপরাজিত ৪০ ও ২৮। সেই সিরিজেও ১-২ হেরে যায় ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দেশের মাঠে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ঋষভের রান ৩ এবং ১। শনিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ। যেখানে ভারত অধিনায়ক বিরাট কোহালির পরিকল্পনা, পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলিয়ে ঋষভকে দলের সঙ্গে মানিয়ে নিতে দেওয়া। সৌরভ বলছেন, ‘‘ওয়ান ডে দলে নেই দীনেশ কার্তিক। তার মানেই ও পরিকল্পনায় নেই। বিষয়টা নির্ভর করবে নির্বাচকরা কী চাইছেন, তার উপর।’’ বর্তমানে সিএবি প্রেসিডেন্ট সৌরভ আরও বলেন, ‘‘এই মুহূর্তে ভারত দুর্দান্ত শক্তিশালী দল। বিশ্বকাপে ওয়ান ডে দলে খুব বেশি পরিবর্তন হবে না বলেই আমার ধারণা। বোলিংয়ে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমাররা ভাল খেলছে। স্পিনার হিসেবে যুজবেন্দ্র চহাল ও কুলদীপ যাদবও দুর্দান্ত। ব্যাটসমানরাও দুরন্ত ফর্মে রয়েছে।’’

বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহালি ইতিমধ্যেই আইপিএলের বদভ্যাসগুলো এড়িয়ে চলার জন্য সতর্কবার্তা দিয়েছেন। এ দিন সৌরভ সেই প্রসঙ্গেই বলেছেন, ‘‘কোহালির মধ্যে কোনও বদভ্যাস নেই। ও আইপিএলেও যেমন ব্যাট করে, সে রকম মেজাজেই ও ওয়ান ডে ক্রিকেট খেলে। বিশ্বকাপে কোনও ক্রিকেটার কী ভাবে খেলতে চায় সেটাই বড় ব্যাপার। আর আইপিএল একেবারেই আলাদা একটা প্রতিযোগিতা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন