Virat Kohli

বিশ্বকাপের দল বেছে নিলেন সৌরভ, জায়গা হল না ঋষভের

অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে দলে রাখেননি সৌরভ। বরং বিজয় শঙ্করকে স্কোয়াডে দেখতে চাইছেন প্রাক্তন জাতীয় অধিনায়ক। তবে তাঁর দলে কোনও বিশেষজ্ঞ দ্বিতীয় উইকেটকিপার নেই। ঋষভ পন্থ বা দীনেশ কার্তিক, কাউকেই দলে রাখেননি তিনি।  

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ১৯:২৪
Share:

সৌরভের বিশ্বকাপের দলে নেই রবীন্দ্র জাডেজাও। ছবি টুইটারের সৌজন্যে।

বিশ্বকাপের স্কোয়াডে কে কে থাকবেন? বাদই বা পড়বেন কারা? ক্রিকেটমহলে চলছে তুমুল জল্পনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে বেশ কয়েকজন ভারতীয় ব্যাটসম্যানের ব্যর্থতা সেই চর্চাকেই করে তুলছে জোরদার। নিজের পছন্দের দল বেছে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

Advertisement

ব্যতিক্রম নন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ইংল্যান্ডে হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দল কী হওয়া উচিত, জানিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় দলে বড় কোনও পরিবর্তন ঘটাননি তিনি। তবে তাঁর দলে দ্বিতীয় বিশেষজ্ঞ উইকেটকিপার নেই। ঋষভ পন্থ বা দীনেশ কার্তিক, কাউকেই দলে রাখেননি তিনি।

বিরাট কোহালির দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে আশাবাদী সৌরভ। তাঁর ভারতীয় স্কোয়াডে আছেন: রোহিত শর্মা, শিখর ধওয়ন, লোকেশ রাহুল, বিরাট কোহালি, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ড্য, বিজয় শঙ্কর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, জশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব।

Advertisement

সৌরভকে নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: ভারত কি কোহালির উপর অতিরিক্ত নির্ভরশীল? মানছেন না ব্যাটিং কোচ বাঙ্গার

আরও পড়ুন: কে সেরা ব্যাটসম্যান, সচিন নাকি বিরাট? ওয়ার্ন বললেন...

ওপেনিংয়ে শিখর ধওয়ন, মিডল অর্ডারে অম্বাতি রায়ুডু রানের মধ্যে না থাকলেও চিন্তিত নন সৌরভ। তাঁর দলে আছেন দু’জনেই। রোহিত-শিখর ওপেনিংয়ে, তিন থেকে ছয়ে বিরাট, রায়ুডু, ধোনি ও কেদার। সৌরভ বলেছেন, “শিখর-রোহিতেরই ওপেন করা উচিত। এই দু’জন ছাড়া ওপেন করতে পারে রাহুলও। বিরাটের নিজের জায়গাতেই নামা উচিত। রায়ুডু চারে। ধোনি পাঁচে, কেদার ছয়ে।”

অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে দলে রাখেননি সৌরভ। বরং বিজয় শঙ্করকে স্কোয়াডে দেখতে চাইছেন প্রাক্তন জাতীয় অধিনায়ক। তবে তাঁর দলে কোনও বিশেষজ্ঞ দ্বিতীয় উইকেটকিপার নেই। ঋষভ পন্থ বা দীনেশ কার্তিক, কাউকেই দলে রাখেননি তিনি।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন