আইএসএল উদ্বোধনে স্মৃতিচারণ সৌরভের

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন তারকাদের সঙ্গে হাজির ছিলেন এটিকের অন্যতম কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ০৩:৫৭
Share:

নজরে: মাথায় ছাতা। আইএসএল শুরুর দিনে সৌরভ গঙ্গোপাধ্যায়। পিটিআই

অঝোরে বৃষ্টির মধ্যেই শনিবার কোচিতে শুরু হল এ বারের ইন্ডিয়ান সুপার লিগ। বৃষ্টির মাঝেও কেরল ব্লাস্টার্সের হলুদ জার্সি গায়ে ফুটবলপ্রেমীরা ভিড় জমিয়েছিলেন স্টেডিয়ামে।

Advertisement

ম্যাচের আগে বিনোদন হিসেবে বলিউড তারকা দিশা পটানি ও টাইগার শ্রফের নাচ উপভোগ করেন দর্শকেরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন তারকাদের সঙ্গে হাজির ছিলেন এটিকের অন্যতম কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায়। দর্শকদের দেখে তাঁর প্রতিক্রিয়া, ‘‘দু’হাজার সালে এই স্টেডিয়ামেই ভারত অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল আমার। খেলা নিয়ে আবেগ একই রকম রয়ে গিয়েছে কোচির। তিন বছর আগে এই কোচিতেই চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। আইএসএল ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement