ধোনি এখন মুখ বন্ধ করে খেলায় মন দাও

ভারত নিয়ে এই মুহূর্তে আমার একটাই প্রস্তাব আছে। এই যে এত বিবৃতি-পাল্টা বিবৃতি দেওয়া হচ্ছে, সেগুলো বন্ধ হওয়া দরকার। হ্যাঁ, টিমটা ভাল খেলেনি। আর আমাদের সবাইকে মানতেই হবে যে, স্কোয়াডে নতুন লোক নিয়ে এসে ভারতীয় বোর্ড ঠিক করেছে। খেলার মাঠে একটা কথা আছে। তুমি যদি এক ভাবে খেলে যাও তা হলে একই রকম ফল পাবে। ব্যাপারটার সঙ্গে যারা জড়িয়ে আছে, স্কোয়াডে নতুন লোক নিয়ে আসার পুরো অধিকার আছে তাদের। সত্যিই তো, এই টিমটাকে বেশ অনেক দিন ধরেই বিদেশের পরিবেশে নড়বড়ে দেখাচ্ছে।

Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ০২:৫৯
Share:

ভারত নিয়ে এই মুহূর্তে আমার একটাই প্রস্তাব আছে। এই যে এত বিবৃতি-পাল্টা বিবৃতি দেওয়া হচ্ছে, সেগুলো বন্ধ হওয়া দরকার। হ্যাঁ, টিমটা ভাল খেলেনি। আর আমাদের সবাইকে মানতেই হবে যে, স্কোয়াডে নতুন লোক নিয়ে এসে ভারতীয় বোর্ড ঠিক করেছে। খেলার মাঠে একটা কথা আছে। তুমি যদি এক ভাবে খেলে যাও তা হলে একই রকম ফল পাবে। ব্যাপারটার সঙ্গে যারা জড়িয়ে আছে, স্কোয়াডে নতুন লোক নিয়ে আসার পুরো অধিকার আছে তাদের। সত্যিই তো, এই টিমটাকে বেশ অনেক দিন ধরেই বিদেশের পরিবেশে নড়বড়ে দেখাচ্ছে।

Advertisement

এর পর প্রশ্ন উঠতে পারে, টিমের উপর কতৃত্বটা কার? কারণ নতুন লোক আনা হয়েছে, কিছু সাপোর্ট স্টাফকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে ভাল হবে একটা সরকারি বিবৃতি তৈরি করা। যেখানে স্কোয়াডে সবার ভূমিকা স্পষ্ট করে বলা থাকবে। তাতে সব কিছু থামানো যাবে। বিশেষ করে সে সব ‘সূত্র’দের, যারা টিমের প্রচুর ক্ষতি করে। আমাদের সবাইকে মনে রাখতে হবে, এটা আমাদের ভারতীয় দল। এদের চড়াই-উতরাইয়ের সঙ্গে আমাদের ওঠানামাও জড়িয়ে আছে। এই সময়ে পরিণতিবোধ দরকার। আশা করছি সেটা সবাই দেখাতে পারবে। প্লেয়ার আর ক্যাপ্টেনের কিন্তু উচিত এখন মুখ বন্ধ রেখে খেলা নিয়ে ভাবা। ওদের মনে রাখতে হবে, একটা জয় সব কিছু বদলে দেবে। শিরোনাম বদলে যাবে, ‘সূত্র’রা অন্য সুরে কথা বলবে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, টিমের সব এনার্জি জয়ের দিকে ফোকাস করা। জিততে পারাটাই তো সেরা ওষুধ। মনে হয় টিম ইন্ডিয়া সেটা করে দেখাতে পারে।

ব্রিস্টলে বৃষ্টির পর এম-ফোর ধরে টিম কার্ডিফ পৌঁছে গিয়েছে। কার্ডিফে আমার পুরনো কাউন্টি। ওয়েলস সুন্দর তো বটেই, আর ওখানকার মানুষ অবিশ্বাস্য মিশুকে। দক্ষিণ ইংল্যান্ডের খুব সুন্দর জায়গা এটা। শহরের জীবন থেকে এখানকার সমুদ্রতটে (এখানে যাকে বলে ওয়ার্ফ) এসে ভারতীয়দের ভাল লাগবে। ইংল্যান্ডের সবচেয়ে ভাল ফিশ অ্যান্ড চিপ্স এখানেই পাওয়া যায়। এ রকম লম্বা সফরে খুব দরকার হয় খেলা থেকে মনটা একটু সরিয়ে এ রকম পরিবেশের শান্তিতে নিজেকে ডুবিয়ে দেওয়া। তাতে তরতাজা হয়ে আবার ফিরে আসা যায় ক্রিকেটে। সুযোগ পাওয়া যায় নেটের বাইরে থেকে খেলাটাকে নিয়ে ভাবনাচিন্তা করার। যাতে ক্রিকেটার হিসেবে আরও ভাল ভাবে ফেরা যায়। ভারতীয়দের এখন এটাই করতে হবে। ভারতীয় ক্রিকেটে এখন অনেক কিছু হচ্ছে। প্রচুর লেখালিখি, প্রচুর জল্পনা চলছে। ক্রিকেটারদের এটা থেকে দূরে চলে যাওয়া দরকার।

Advertisement

কার্ডিফে ফিরে ভারতের ভালই লাগার কথা। এখানে ওদের অনেক ভাল স্মৃতি আছে। গত বার এখানেই ওরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল। টিম হিসেবে যখন আত্মবিশ্বাস ফেরানোটা কঠিন হয়ে যায়, তখন একটা মাঠে আগেকার ভাল ফল খুব সাহায্য করে। বিশেষ করে ফর্মে না থাকা শিখর ধবনের বেশি ভাল লাগার কথা। গত বছর কার্ডিফে ওর দুর্দান্ত কিছু ইনিংস আছে। সেগুলো মনে করে গার্ড নিতে ওর ভাল লাগবে। টিমে অনেক নতুন প্লেয়ার এসেছে। আবহাওয়ার বদলের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা ওদের কাছে আরও বড়। এখানে এখন প্রায় হেমন্তকাল। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সঙ্গে দারুণ ঠান্ডা। আমি আর ভারতের হয়ে ওপেন করতে নামি না। তাই এই আবহাওয়া আমার দারুণ লাগলেও ব্যাটসম্যানদের জীবন কঠিন করে দিতে পারে। উলের জামার পাশাপাশি টপ অর্ডার ব্যাটসম্যানদের সেরা টেকনিকও বের করতে হবে। টেস্ট ম্যাচে যেটা ভারতীয়দের নেমেসিস ছিল, এখানেও সেই মুভমেন্ট পাবে সিমাররা। প্রথম চারের জন্য তাই সময় এসেছে দাঁতে দাঁত চেপে সিম মুভমেন্টের মোকাবিলা করা। কাজটা কিন্তু ওরা করতে পারে।

কার্ডিফ থেকে

সাংবাদিক বৈঠক করলই না ভারত

সিরিজের প্রথম ম্যাচের আগে ধোনির সাংবাদিক বৈঠকে করা মন্তব্য নিয়ে বিতর্কের পর মঙ্গলবার সাংবাদিক বৈঠকই করল না ভারত। আন্তর্জাতিক ম্যাচের আগের দিন টিমের সাংবাদিক বৈঠক বাধ্যতামূলক। তবে ধোনিদের লম্বা প্র্যাকটিস সেশন তদারকি করলেন ফ্লেচার এবং রবি শাস্ত্রী।

টিম

ভারত: আজ ওপেনিংয়ে সম্ভবত রোহিত-ধবন জুটি। রায়না ফিরতে পারেন পাঁচ নম্বরে। বরুণ অ্যারন না থাকায় ভুবনেশ্বর-শামির সঙ্গী হতে পারেন উমেশ যাদব।

ইংল্যান্ড: কুকের সঙ্গী হিসেবে অ্যালেক্স হেলসের অভিষেক। ইয়ান বেল তিনে। মইন আলি বা বেন স্টোকসের একজন প্রথম একাদশে।

পিচ

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেট ছিল। স্পিনাররাও সাহায্য পেয়েছিলেন। কিন্তু এ বারের স্যাঁতস্যাঁতে, ঠান্ডা পরিবেশে সুইং এবং সিম মুভমেন্ট ভাল হতে পারে।

আবহাওয়া

সকালের দিকে আকাশ পরিষ্কার। কিন্তু বেলা গড়ালে জোরাল হাওয়া। পরের দিকে বৃষ্টির পূর্বাভাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন