অসন্তোষ: মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে সৌরভ। ছবি: পিটিআই
কোচ নির্বাচন নিয়ে তাঁর সঙ্গে রবি শাস্ত্রীর কাজিয়া দেখে মোটেও খুশি নন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘‘কমিটিতে আরও ক্রিকেটাররা আছে। আমি একা সিদ্ধান্ত নিচ্ছি না,’’ বলছেন তিনি।
যদিও তাঁদের দু’জনের সম্পর্কের ইতিহাসের ভিত্তিতেই এমন চর্চা শুরু হয়েছে। গত বছর শাস্ত্রী কোচের পদ হারান অনিল কুম্বলের কাছে। তার পর দু’জনে বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন।
এ বারও সবাই জানতেন শাস্ত্রীই হট ফেভারিট। আবেদনকারীদের সকলের মধ্যে যে তিনি সব দিক থেকে এগিয়ে, তা নিয়ে সন্দেহ নেই। তার পরেও গত কাল সৌরভরা কোচের নাম ঘোষণা না করায় অনেকে মনে করতে থাকেন, শাস্ত্রীকে তাঁদের কমিটি চাইছে না।
ক্ষুব্ধ সৌরভ আবার বলেছেন, তিনি সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলবেন। ‘‘যদি এ সব বলাবলি হয়, এই কাজটা করে কী লাভ!’’ বলেন তিনি। সেটা শুনেই জল্পনা শুরু হয়ে গিয়েছে, সৌরভ কি ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির পদ ছাড়ার কথা ভাবছেন?
আরও পড়ুন: শাস্ত্রীই কোচ, রাহুলদের নিয়ে নাটক