ইডেনের পিচ নিয়ে নেমে পড়লেন সৌরভও

বৃষ্টি চলছে নাগাড়ে। প্রয়োজনীয় রোদ পাওয়া যাচ্ছে না। এ রকম বৃষ্টি চললে ইডেন টেস্টের আগে পিচের কী অবস্থা দাঁড়াবে, প্রশ্ন উঠে গিয়েছে। সিএবি যে পুরো ব্যাপারটা নিয়ে ভেতরে ভেতরে কতটা চিন্তায়, বোঝা গেল মঙ্গলবার। পিচের অবস্থা বুঝতে যখন মাঠে নেমে পড়লেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০৬
Share:

বৃষ্টি চলছে নাগাড়ে। প্রয়োজনীয় রোদ পাওয়া যাচ্ছে না। এ রকম বৃষ্টি চললে ইডেন টেস্টের আগে পিচের কী অবস্থা দাঁড়াবে, প্রশ্ন উঠে গিয়েছে। সিএবি যে পুরো ব্যাপারটা নিয়ে ভেতরে ভেতরে কতটা চিন্তায়, বোঝা গেল মঙ্গলবার। পিচের অবস্থা বুঝতে যখন মাঠে নেমে পড়লেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

যা অবস্থা, তাতে দিন পাঁচ-সাত ভাল রকম রোদ না পেলে পিচ রোল করার কাজ শুরুই করা যাবে না। যেহেতু এখনও রোল করার কাজ শুরু হয়নি, পিচ ঢাকাও যাচ্ছে না। এ দিন বিকেলে দেখা যায়, কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে ইডেনের অবস্থা দেখতে নেমে পড়়েছেন সৌরভ। পরে বলছিলেন, ‘‘এমনিতে কোনও অসুবিধে নেই। কয়েকটা দিন যদি ঠিকঠাক রোদ পাওয়া যায়, পিচের কাজ শেষ করে ফেলা যাবে। কিন্তু বৃষ্টি চললে কারও কিছু করার নেই।’’

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু ইডেনে। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড, তাতে ইশ সোধি, মিচেল স্যান্টনার-সহ তিন জন স্পিনার রাখা হয়েছে। যা শুনে সৌরভ বললেন, ‘‘ওরা টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনজন স্পিনার নিয়ে এসেছিল। ভারতে খেলা বলে ধরে নেওয়া হয় যে এখানকার উইকেটে টার্ন হবে।’’ ইডেনেও কি তাই হবে? না কি অন্য কিছু? সিএবি প্রেসিডেন্ট বলে দিলেন, বিরাট কোহালিরা যে রকম চাইবেন। ‘‘ভারত যে উইকেট চাইবে, আমরা তাই দেব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement