কর ফাঁকি মামলায় মেসিদের ২১ মাসের জেল!

সদ্য একরাশ হতাশা নিয়ে দেশের জার্সি খুলে রেখেছেন এক সপ্তাহ আগেই। তাঁর দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়ে জল্পনা এখনও থামেনি। তার মধ্যেই স্পেনের আদালতে নির্দেশে স্তম্ভিত ফুটবল বিশ্ব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ১৬:৪০
Share:

সদ্য একরাশ হতাশা নিয়ে দেশের জার্সি খুলে রেখেছেন এক সপ্তাহ আগেই। তাঁর দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়ে জল্পনা এখনও থামেনি। তার মধ্যেই স্পেনের আদালতে নির্দেশে স্তম্ভিত ফুটবল বিশ্ব। যা নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। এবার সেই আদালতের রায়ে ২১ মাসের জন্য জেলে যেতে হতে পারে মেসি ও তাঁর বাবাকে। তাঁদের বিরুদ্ধে রয়েছে কর ফাঁকি দেওয়ার অভিযোগ।২০০৭ থেকে ২০০৯ এর মধ্যে মেসি ও তাঁর বাবার বিরুদ্ধে ৪৭ কোটি টাকার বেশি কর ফাঁকির অভিযোগ রয়েছে। মোট আর্থিক জরিমানার পরিমান অনেকটাই বেশি। মেসির বাবা জোর্গেকেও ২১ মাসের জন্য জেলে যেতে হবে। মেসিকে জরিমানা দিতে হবে ১৫ কোটি টাকা।

Advertisement

তবে আদালত জানিয়েছে, মেসি ও তাঁর বাবা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাতে পারেন।

আরও পড়ুন:

Advertisement

মেসির পাশে বার্সেলোনা

কর ফাঁকির অভিযোগ উঠেছে যে তারকা ফুটবলারদের বিরুদ্ধে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement