উষার পরামর্শে ফের সোনা তিয়াষার

কাঁকিনাড়ার পানপুরের মেয়ে তিয়াষা ৪০০ মিটার হার্ডলসে সোমবার সোনা জিতে ফের ভারত সেরা হলেন। আবার কাঁদলেনও। কারণ গত বার এই টুনার্মেন্টে নিজের করা রেকর্ড ভাঙতে পারেননি তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ০৪:১৪
Share:

পিটি উষার পরামর্শে সোনা জিতে ফের ভারত সেরা তিয়াষা।

দুবাইতে জুনিয়র অ্যাথলেটিক্স মিটে তাঁকে দেখে পিটি উষা পরামর্শ দিয়েছিলেন, ৪০০ মিটার হার্ডলসে জোর দিতে। স্প্রিন্ট কুইনের পরামর্শ মেনে বাংলার তিয়াষা সমাদ্দার সাফল্য পেলেন।

Advertisement

কাঁকিনাড়ার পানপুরের মেয়ে তিয়াষা ৪০০ মিটার হার্ডলসে সোমবার সোনা জিতে ফের ভারত সেরা হলেন। আবার কাঁদলেনও। কারণ গত বার এই টুনার্মেন্টে নিজের করা রেকর্ড ভাঙতে পারেননি তিনি। লখনউতে ফোনে ধরা হলে প্রাক্তন অ্যাথলিট ডলি (ঘোষ) সমাদ্দারের মেয়ে বললেন, ‘‘এই ইভেন্টে গত বার আমি রেকর্ড (১.০০.৯১) করেছিলাম। এ বার সেই সময়টা টপকানোর লক্ষ্যে নেমেছিলাম। প্রচন্ড গরম। তাই পারছিলাম না। ট্র্যাকে পা পুড়ে যাচ্ছিল।’’ তিয়াষা সময় করলেন ১.০১.১১। চারুচন্দ্র কলেজের ছাত্রী বলছিলেন, ‘‘মা অ্যাথলিট হওয়ায় বাড়তি জোর পাই।’’ তাঁর লক্ষ্য টোকিও অলিম্পিক্সে ভারতীয় দলে সুযোগ পাওয়া।

লখনউতে জাতীয় জুনিয়র ফেডারেশন কাপে তিয়াষা একটি সোনা ছাড়াও রুপো পেলেন ৪০০ মিটার দৌড়ে। সোনা জিতলেন জলপাইগুড়ির মেয়ে অন্বেষা রায় প্রধান (২০০ মিটার দৌড়ে) এবং নদিয়া বাদকুল্লার মেয়ে সুরভী বিশ্বাসও (ডিসকাস থ্রো)। বাংলা এ বার ১১ জনের দল পাঠিয়ে ছ’টি পদক পেল। তিনটে সোনা ছাড়াও দু’টো রুপো এবং একটি ব্রোঞ্জ এল বাংলার ঘরে। এ দিন রুপো জিতলেন তৃষা ধর। হেপ্টাথলনে। বাংলার এই সাফল্যের পিছনে রাজ্য অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়েও পদক প্রাপকরা কৃতিত্ব দিচ্ছেন ব্যক্তিগত কোচেদেরই। গোলক মণ্ডল, রানা রায়দের জন্যই এই সাফল্য।

Advertisement

আরও পড়ুন: নতুন দুই দলের নাম ঘোষণা করল আইএসএল কর্তৃপক্ষ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন