Igor Stimac

SAFF Cup: শ্রীলঙ্কার বিরুদ্ধেও জিততে পারল না ভারত, সমস্যায় সুনীলরা

আক্রমণ করলেও গোলের দরজা খুলতে পারেননি ইগর স্তিমাচের ছেলেরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ২১:৪৫
Share:

সুনীল ছেত্রী টুইটার

সাফ কাপে জয় অধরা ভারতের। বাংলাদেশের পর ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৮ ধাপ পেছনে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হল সুনীল ছেত্রীদের। ম্যাচের ফল ০-০। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বর জায়গায় রয়েছে ভারত।

Advertisement

আক্রমণ করলেও গোলের দরজা খুলতে পারেননি ইগর স্তিমাচের ছেলেরা। সাফ কাপে চ্যাম্পিয়ন হতে না পারলে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। সেই অবস্থার মধ্যেও হতশ্রী ফুটবল খেলে যাচ্ছে ভারতীয় দল। শ্রীলঙ্কার গোলরক্ষক সুজান পেরেরার কাছে বারবার আটকে যাচ্ছিলেন সুনীল ছেত্রীরা।

Advertisement

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে নেপাল। রবিবার নেপালের বিরুদ্ধে খেলবে ভারত। পরের পর্বে যেতে হলে নেপাল ও মলদ্বীপের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে চার পয়েন্ট পেয়েছে তারা। গ্রুপের প্রথম দুটি দল পরের রাউন্ডে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন