Sri Lanka

ফের করোনার ছায়া আন্তর্জাতিক ক্রিকেটে, বাতিল হতে পারে সিরিজ

বোর্ডের  তরফে জানানো হয়, সরকারে নিয়ম মেনে ২জনকে নিভৃতবাসে রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৪
Share:

প্রতীকী চিত্র।

বুধবার শ্রীলঙ্কা বোর্ডের তরফে জানানো হয় কোচ মিকি আর্থার এবং ব্যাটসম্যান লাহিরু থিরিমানে করোনা আক্রান্ত। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তৈরি হচ্ছিল দল। মঙ্গলবার দলের কোচ, সাপোর্ট স্টাফ, নেট বোলার মিলিয়ে ৩৬জনের করোনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আর্থার এবং থিরিমানের ফল পজিটিভ আসে।

Advertisement

বোর্ডের তরফে জানানো হয়, সরকারে নিয়ম মেনে আর্থার এবং থিরিমানেকে নিভৃতবাসে রাখা হয়েছে। ২জন করোনা আক্রান্ত হওয়ায় পিছিয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ সফর। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ওয়েস্ট ইন্ডিজে ২টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ এবং ৩টি টি২০ খেলার কথা শ্রীলঙ্কার। সেই সফর পিছিয়ে যেতে পারে বলে মনে করছে বোর্ড।

ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে ঘরের মাঠে ২-০ ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। তাদের হারিয়ে ইংল্যান্ড দল এখন ভারত সফরে। বিরাট কোহালিদের বিরুদ্ধে ৪টি টেস্ট, ৫টি টি২০ এবং ৩টি একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন