আই লিগের লক্ষ্যে সাজছে স্টেডিয়াম

মাস দুয়েক আগের সেই ক্ষতটা এখনও দগদগে হয়ে রয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি গ্যালারি পূর্ত দফতরের ফিট সার্টিফিকেট পায়নি। মাত্র ১০ মিনিটেই বাতিল করে দেওয়া হয়েছিল। মাঠ আন্তর্জাতিক মাণের হলেও শুধু মাত্র স্থায়ী গ্যালারি না থাকার কারণে বড় ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কল্যাণী ও কৃষ্ণনগর শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ০১:২৬
Share:

নিজস্ব চিত্র

মাস দুয়েক আগের সেই ক্ষতটা এখনও দগদগে হয়ে রয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি গ্যালারি পূর্ত দফতরের ফিট সার্টিফিকেট পায়নি। মাত্র ১০ মিনিটেই বাতিল করে দেওয়া হয়েছিল। মাঠ আন্তর্জাতিক মাণের হলেও শুধু মাত্র স্থায়ী গ্যালারি না থাকার কারণে বড় ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

Advertisement

সেই সমস্যার সমাধান প্রায় করেই ফেলেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। এক দিকের গ্যালারির কাজ প্রায় শেষের পথে। কাজ শুরু হয়েছে অন্যদিকের গ্যালারিররও।

স্টেডিয়াম কর্তৃপক্ষের এখন প্রধান লক্ষ্য, ফ্লাড লাইট বসানো। কলকাতা লিগের বড় ম্যাচ হাতছাড়া হয়েছে। এ বার কল্যাণী স্টেডিয়াম কমিটির পাখির চোখ আই লিগ। তবে তার জন্য তাদের স্টেডিয়ামে ফ্লাড লাইট বসাতে হবে।

Advertisement

যুব বিশ্বকাপ হবে বলে এ বার কলকাতার দুই বড় ক্লাব সল্টলেক স্টেডিয়াম পাচ্ছে না। ফলে দুই ক্লাবই হোম গ্রাউন্ড হিসেবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকেই ভেবে রেখেছে। কাঞ্চনজঙ্ঘা ইস্টবেঙ্গলের প্রথম পছন্দ হলেও মোহন বাগানের নয়।

পুরো ব্যবস্থা তৈরি করে ফেলতে পারলে কল্যাণী স্টেডিয়াম দুই ক্লাবেরই পছন্দ হতে পারে। কারণ, বড় দলের সব কোচেরই মত, এই মুহূর্তে রাজ্যের সেরা মাঠ এটি।

কল্যাণী স্টেডিয়ামের উন্নয়নের জন্য বছর দুয়েক আগে নদিয়া জেলা প্রশাসন স্টেডিয়ামের উন্নয়নের জন্য প্রকল্প তৈরি করে রাজ্যের ক্রীড়া দফতরে পাঠিয়েছিল। সম্প্রতি সেই প্রকল্পের অনুমোদনও মিলেছে। কল্যাণী স্টেডিয়াম কমিটির চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী জানিয়েছেন, স্টেডিয়ামের জন্য মোট ১৩ কোটি ৭০ লক্ষ টাকার অনুমোদন মিলেছে। সম্প্রতি প্রথম পর্যায়ে কাজের জন্য পাঁচ কোটি টাকা স্টেডিয়াম কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। সেই টাকাতে গ্যালারি তৈরির কাজ চলছে।

নীলিমেশবাবু বলেন, শুধু গ্যালারি তৈরি হলেই হবে না। আই লিগ আয়োজনের জন্য প্রথম শর্ত ফ্লাড লাইট লাগানো। ডিসেম্বরের মধ্যেই গ্যালারির কাজ শেষ হয়ে যাবে। ফ্লাড লাইট বসানোর জন্য সাড়ে তিন কোটি টাকার প্রয়োজন।

নীলিমেশবাবু জানান, শুধু গ্যালারি বা ফ্লাড লাইটই নয়, স্টেডিয়ামের জন্য অনেক বড় পরিকল্পনা রয়েছে। খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম অনেক উন্নত হবে। খেলোয়াড়দের থাকার জন্য ৩৬টি উন্নত মাণের ঘর তৈরি হচ্ছে। তার ফলে আবাসিক শিবির বা এই ধরণের প্রয়োজনে এই ঘরগুলি কাজে আসবে।

নীলিমেশবাবু বলেন, ‘‘আই লিগের খেলা পাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফ্লাড লাইট লাগানো হলে আমরা বড় ক্লাবগুলিকে অনুরোধ করব এখানে খেলার জন্য। তারা রাজি হলে আই লিগের ম্যাচ এখানে হবে। নদিয়া জেলা পরিষদের সভাপতি বাণীকুমার রায় বলেন, ‘‘দ্রুতগতিতে কাজ চলছে। আমরা চাই, কল্যাণী আন্তর্জাতিক ম্যাচ হোক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন