Sports News

কোহালিকে উপদেশে ‘না’ স্মিথের

এক জন ‘বুনো ওল’ তো অপর জন ‘বাঘা তেঁতুল’। বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্র বিন্দুতে অধিকাংশ সময়ই ‘হট-কেক’এর মতো সকলের মুখে ঘুরে বেড়ায় এদের নাম। বর্তমান ক্রিকেট বিশ্বের দুই অবিচ্ছেদ্য ব্যক্তিত্ব স্টিভ স্মিথ ও বিরাট কোহালি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ২০:৫৪
Share:

এক জন ‘বুনো ওল’ তো অপর জন ‘বাঘা তেঁতুল’। বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্র বিন্দুতে অধিকাংশ সময়ই ‘হট-কেক’এর মতো সকলের মুখে ঘুরে বেড়ায় এদের নাম। বর্তমান ক্রিকেট বিশ্বের দুই অবিচ্ছেদ্য ব্যক্তিত্ব স্টিভ স্মিথ ও বিরাট কোহালি।

Advertisement

ইতিমধ্যে আইপিএল থেকে বিদায় নিয়েছে কোহালির টিম। প্লে-অফের আশা জিইয়ে রেখে এখনও লড়াইয়ে স্মিথের পুণে। শনিবার ব্যাস্ত সূচির মাঝে একান্তে বহু বিষয় নিয়ে আলোচনা করলেন অস্ট্রেলিয়ার এই তরুন অধিনায়ক।

ভারতীয় ক্রিকেটারদের আক্রমণাত্মক মানসিকতা প্রসঙ্গে এবং অস্ট্রেলিয়া ক্রিকেটারদের প্রসঙ্গে এ দিন স্মিথ বলেন, ‘‘সৌরভের আমল থেকে ভারতীয় ক্রিকেটারদের মানসিকতায় বদল এসেছে যা পরে দেখা যায় ধোনির সময়েও। সে তুলনায় অস্ট্রেলিয়া ক্রিকেটে বিশেষ কোনও পরিবর্তন আসেনি। বরাবরই আক্রমণাত্মক খেলে এসেছে অস্ট্রলিয়ানরা।’’

Advertisement

আরও খবর: আইপিএল-এর প্লে অফে হায়দরাবাদ

বিরাটের আক্রমণাত্মক মানসিকতার প্রশংসা করে স্মিথ বলেন, ‘‘আমার মনে হয় কোহালির নেতৃত্বে ভারতীয় ক্রিকেটারা এই মানসিকতা নিয়েই খেলছে। আমার মতে ক্রিকেট খেলার আদর্শ মানসিকতা এটাই।’’ তবে বিরাটের প্রশংসা করলেও কোহালির এই খারাপ সময় কোনও পরামর্শ দেওয়ার পথে হাঁটতে নারাজ স্মিথ। বলেন, ‘‘বিরাট বড় প্লেয়ার। আশা করি দীর্ঘদিন ভারতের অধিনায়কত্বের ব্যাটনও থাকবে ওঁর হাতে। তবে কোহালির জন্য কোনও পরামর্শ নেই আমার। শুধু খেলে যাক এবং উপভোগ করুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন