সুভাষের ধমকানি আর্মান্দোকে প্রশংসা

মিনি ডার্বির কথা ভুলে ডার্বির উপরই ফোকাস করতে চান সুভাষ ভৌমিক। মহমেডানের বিরুদ্ধে ১-২ হারের চব্বিশ ঘণ্টার মধ্যেই ওষুধ খুঁজতে তৎপর সবুজ-মেরুন টিডি। আর তাঁর প্রতিপক্ষ আর্মান্দো কোলাসো তখন ক্লাবের দুঃসময়ে কোচিং ছাড়াও দলের অন্য আরও কাজে লাগার ইচ্ছা প্রকাশ করে প্রশংসিত ক্লাব-কর্তাদের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৪ ০২:৩৮
Share:

জুটি বাঁধার প্রস্তুতি বার্তোস-র‌্যান্টির। সোমবার। —নিজস্ব চিত্র

মিনি ডার্বির কথা ভুলে ডার্বির উপরই ফোকাস করতে চান সুভাষ ভৌমিক। মহমেডানের বিরুদ্ধে ১-২ হারের চব্বিশ ঘণ্টার মধ্যেই ওষুধ খুঁজতে তৎপর সবুজ-মেরুন টিডি। আর তাঁর প্রতিপক্ষ আর্মান্দো কোলাসো তখন ক্লাবের দুঃসময়ে কোচিং ছাড়াও দলের অন্য আরও কাজে লাগার ইচ্ছা প্রকাশ করে প্রশংসিত ক্লাব-কর্তাদের কাছে।

Advertisement

এ দিন সকালে মোহনবাগান মাঠে গার্সিয়ার কাছে অনুশীলন করেন লালকমল, ফাতাইরা। মহমেডান ম্যাচ খেলা অধিকাংশ ফুটবলাররাই ধমক খেয়েছেন টিডি সুভাষের কাছে। প্রায় দেড় ঘণ্টার ম্যারাথন বৈঠকে টিডি সাবধান করে দেন মহমেডান ম্যাচে হওয়া ভুল শোধরানোর ব্যাপারে। টিডিকে ফুটবলাররা বলেন লং বলে খেলতে তাঁদের অসুবিধা হচ্ছে। শোনা যাচ্ছে, মঙ্গলবার ফের মহমেডান ম্যাচের ভিডিও ফুটবলারদের দেখাতে পারেন সবুজ-মেরুন টিডি। অনুশীলন শেষে সুভাষ দলকে নিয়ে চলে গেলেন লাঞ্চ করতে। পাশাপাশি আবার জল্পনা ছড়ায়, ডার্বির জন্য বৃহস্পতিবার সাদার্ন সমিতি ম্যাচ বাতিল করতে চায় সবুজ-মেরুন। যদিও বিতর্ক উড়িয়ে অর্থসচিব দেবাশিস দত্ত বলেন, “ম্যাচ বাতিল করব কেন? সৌভিক কার্ড সমস্যায় আছে। ম্যাচ বাতিল করলে ডার্বিতে ওকে পাব না।” এ দিকে, মঙ্গলবার কালীঘাট এমএসের বিরুদ্ধে খেলছে ইস্টবেঙ্গল। অনুশীলনের পর দলে কিছু পরিবর্তনের ইঙ্গিত দেন আর্মান্দো। লোবোর চোট। বার্তোসকে বড় ম্যাচের আগে খেলিয়ে দেখে নিতে চান কোচ। বিকেলে কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আর্মান্দো। সেখানে তাঁর প্রশংসা করেন কর্তারা।

Advertisement

মঙ্গলবারে কলকাতা লিগ
ইস্টবেঙ্গল : কালীঘাট এমএস
(যুবভারতী, ৪-০০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন