Sports News

চাহালের নো-বলের সমালোচনায় গাওস্কর

শনিবার ওয়ান্ডারার্সে বৃষ্টির জন্য ডিএলএস মেথডে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ভারতের সেই হারের জন্য আঙুল উঠছে চাহালের ওই ওভারের দিকেই। ম্যাচের পরে এই নিয়ে মুখ খুলেছিলেন অধিনায়ক বিরাট কোহালি থেকে শিখর ধবন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২০
Share:

যুজবেন্দ্র চাহালের নো-বল করার নিন্দা করলেন সুনীল গাওস্কর। পর পর তিন ম্যাচে আধিপত্ত নিয়ে জয়ের পর চতুর্থ ওয়ান ডে-তে হারতে হয়েছে ভারতকে। এই হারের পিছনে যেমন প্রকৃতির কিছুটা অবদান রয়েছে তেমনই ভূমিকা রয়েছে ডেভিড মিলারকে দু’বার আউট করার সুযোগ পেয়েও তা হাতছাড়া করা। আর সেটা হয়েছে যুজবেন্দ্র চাহালের ওভারে। একই ওভারে দু’বার। প্রথমে ক্যাচ মিস তার পর নো-বলে বোল্ড। আর সেই সময় ৭ রানে ব্যাট করছিলেন মিলার।

Advertisement

শনিবার ওয়ান্ডারার্সে বৃষ্টির জন্য ডিএলএস মেথডে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ভারতের সেই হারের জন্য আঙুল উঠছে চাহালের ওই ওভারের দিকেই। ম্যাচের পরে এই নিয়ে মুখ খুলেছিলেন অধিনায়ক বিরাট কোহালি থেকে শিখর ধবন। এ বার যুজবেন্দ্র চাহালের নো-বলের দিকে আঙুল তুললেন গাওস্কর। তিনি বলেন, ‘‘এই ঘটনায় খুব পরিষ্কার এখানে পেশাদারিত্বের কিছুটা অভাব ছিল। ৩-০তে এগিয়ে থাকার জন্য কিছুটা গাছাড়া ভাবও ছিল। যার সুয়োগ পুরোপুরি তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ওরা খুব ভাল ব্যাট করেছে।’’

গাওস্করের মতে, আধুনিক ক্রিকেটে কারও নো-বল করাটা উচিতই না। বলেন, ‘‘আধুনিক ক্রিকেটে সব রকম টেকনোলজি থাকতে কারও নো-বল করা ঠিক নয়। ফাস্ট বোলাররা কখনও কখনও ওভার স্টেপ করতে পারে। তবুও করা উচিত নয়। কারণ, ওরা অনেক মাপঝোক নিয়ে বল করতে নামে। কোথা তেকে দৌঁড় শুরু করবে জানা থাকে। তা হলে কেন নো-বল হবে।’’ প্রশ্ন তুলে দিলেন গাওস্কর। ম্যাচের পর বিরাট কোহালিও বলেছিলেন, এবি ডে ভিলিয়ার্স আউট হওয়ার পর ভেবেছিলেন ম্যাচ তাঁদের দখলে চলে এসেছে। কিন্তু মিলার দু’বার বেঁচে যাওয়াটাই হারের কারণ হয়ে দাঁড়াল।

Advertisement

আরও পড়ুন
কেন তিনি ডিআরএস বিশেষজ্ঞ, বুঝিয়ে দিলেন ধোনি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন