Sunil Gavaskar

রোহিতের মতো ব্যাটিং করতে চেয়েছিলেন গাওস্কর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে ৮৮ বলে ১০৩ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন গাওস্কর।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ১৯:০৬
Share:

রোহিতের ব্যাটিং উপভোগ করেন গাওস্কর। —ফাইল চিত্র।

ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মার আক্রমণাত্মক ব্যাটিং উপভোগ করেন দেশের সর্বকালের সেরা ওপেনার সুনীল গাওস্কর।

Advertisement

‘হিটম্যান-কে দেখে নিজের খেলোয়াড়জীবনের কথা মনে পড়ে যায় তাঁর। রোহিতের মতোই ব্যাটিং করতে চেয়েছিলেন তিনি। গাওস্কর বলেন, ‘‘ওয়ানডে বা টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা ওপেন করতে নেমে যেভাবে প্রথম বল থেকে আক্রমণের রাস্তা নেয়, আমিও সেরকমই ব্যাট করতে চেয়েছিলাম।’’ কিন্তু পরিস্থিতি তাঁকে সেই সুযোগ দেয়নি বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

অনুজ রোহিত সম্পর্কে বলতে গিয়ে গাওস্করকে বিনয়ী শোনায়। ১৯৮৭ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বোলারদের দুরমুশ করে তাঁর সেঞ্চুরি কে ভুলতে পারেন!

Advertisement

আরও পড়ুন: সব দলেই রয়েছে স্থানীয় ক্রিকেটার, শুধু কেকেআরেই কেন ব্রাত্য বাংলা?

এখনকার প্রজন্মের ক্রিকেটারদের ব্যাটিং পছন্দই করেন তিনি। গাওস্কর বলছেন, ‘‘এখনকার প্রজন্মের ক্রিকেটারদের দেখলেই বোঝা যায় উন্নতি অনেকটাই হয়েছে। পরবর্তী প্রজন্মের জন্য স্ট্যান্ডার্ডও বাড়িয়ে দিচ্ছে এখনকার ক্রিকেটাররা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন