আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করা হল ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার সুনীল নারিনকে। বিতর্কিত বোলিং অ্যাকশনের জন্য রবিবার তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল ইন্টার ন্যাশনল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আইসিসি জানিয়েছে ‘‘নারিনের সাসপেনশনে অনান্য সব দেশের ক্রিকেট বোর্ডগুলিও সহমত পোষণ করেছে। ফলে অন্য কোনও দেশের ঘরোয়া ক্রিকেটেও আর অংশগ্রহণ করতে পারবেন না তিনি।’’
তবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড মত দিলে সে দেশের ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এই ক্যারিবিয়ান বোলার।