Sports News

জরিমানাসহ হাজত বাসের নির্দেশ মেসিকে

এ যেন এক গামলা দুধে এক ফোঁটা চোনা পড়ে যাওয়ার ঘটনা। ছিলেন সকলের নয়নের মণি হলেন আসামী। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটল আধুনিক ফুটবলের জাদুকর লিওনেল মেসির সঙ্গে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ২১:০২
Share:

আদালতে ধোকার পথে মেসি। ছবি: এপি

এ যেন এক গামলা দুধে এক ফোঁটা চোনা পড়ে যাওয়ার ঘটনা। ছিলেন সকলের নয়নের মণি হলেন আসামী। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটল আধুনিক ফুটবলের জাদুকর লিওনেল মেসির সঙ্গে।

Advertisement

আয়কর ফাঁকির দায়ে বার্সেলোনা মহাতারকা মেসিকে ২১ মাসের জেল হেফাজত এবং ২২ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করল স্পেনের সর্বোচ্চ আদালত। ২০১৬ সালে মেসি এবং তাঁর বাবা জোর্জে মেসিকে অভিযুক্ত প্রমাণিত করা হয়। ২০১৬ সালে ৪১ লাখ ৬০ হাজার ইউরো কর ফাঁকি দেওয়ার দায়ে প্রথম অভিযুক্ত প্রমাণিত হন মেসি পরিবারের এই দুই সদস্য।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনি-যুবরাজের অভিজ্ঞতাই বাজি বিরাটের

Advertisement

বিভিন্ন সংস্থা থেকে কত আয় ছিল মেসির, তা গোপন করে যান তাঁর বাবা জোর্জে। এই সকল বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রমাণ করে লিও এবং তাঁর বাবাকে এই শাস্তি দেয় স্পেনের সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, গত বছর সাজা ঘোষণার পর স্পেনের সর্বোচ্চ আদালতের কাছে নতুন করে আবেদন করেন মেসি। সেখানে তিনি দাবি করেন তাঁর আয়ের হিসেব-নিকেশ কিছুই রাখেন না তিনি। সে সবই সামলান তাঁর বাবা। এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।

বুধবার সেই আবেদনেরই রায় দেয় আদালত। এ বার মেসি ও তাঁর বাবা কী করেন সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন