BCCI got supports from Supreme Court

টাকা দেওয়ার অনুমতি বোর্ডকে, প্রথম টেস্ট নিয়ে জটিলতা কাটল

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তা কেটে গেল। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই শেষ পর্যন্ত জট কাটল এই সিরিজের। গত মাসেই দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল লোঢা কমিটির সুপারিশ না মানা পর্যন্ত কোনও রাজ্য সংস্থাকে টাকা দিতে পারবে না বিসিসিআই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ১৬:৫৬
Share:

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তা কেটে গেল। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই শেষ পর্যন্ত জট কাটল এই সিরিজের। গত মাসেই দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল লোঢা কমিটির সুপারিশ না মানা পর্যন্ত কোনও রাজ্য সংস্থাকে টাকা দিতে পারবে না বিসিসিআই। বুধবারই রাজকোটে শুরু হচ্ছে প্রথম টেস্ট। সেই টেস্ট আয়োজন করতে যে বিপুল টাকার প্রয়োজন। যেটা বিসিসিআই দিতে পারেনি। যার ফলে ম্যাচ হওয়া নিয়েই দেখা দিয়েছিল সংশয়।

Advertisement

মঙ্গলবার সেই সমস্যা নিয়েই সুপ্রিম কোর্টে যায় বিসিসিআই। যেখানে বিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়, যদি বিসিসিআইকে রাজ্য সংস্থাকে টাকা দিতে দেওয়া না হয় তা হলে এই সিরিজের প্রথম ম্যাচ বাতিল হয়ে যাবে। শেষ পর্যন্ত বিসিসিআই-এর দাবি মেনে নিল দেশের সর্বোচ্চ আদালত। রাজকোট ম্যাচের জন্য রাজ্য সংস্থাকে ফান্ড দেওয়ার অনুমতি দিল আদালত। ৫৮.৬৬ লাখ টাকা সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দেওয়ার ছাড় পেল বিসিসিআই। গত ৫ নভেম্বরই রাজকোটে পৌঁছে গিয়েছে দুই দল।

আরও খবর

Advertisement

টাকা না পেলে কাল থেকে ইংল্যান্ড টেস্ট হবে না, সুপ্রিম কোর্টকে বিসিসিআই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement