Sports News

অভিযোগ প্রমাণ হলে কমনওয়েলথ থেকে বাদ পড়তে পারেন সুশীলের

সম্প্রতি প্রভীন রানা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার কাছে লিখিত অভিযোগ জানান। যেখানে তিনি বলেন, এই ঘটনার পিছনে সুশীলের ভূমিকা ছিল। যেখানে প্রভীন ও তাঁর দাদাকে মারার হুমকিও দেওয়া হয়। তার পরই সুশীল তাঁর এক পাতার জবাবে বলেন, ‘‘আমি জেনে বা না জেনে ভারতীয় কুস্তির সম্মান নষ্টের মতো কিছু করিনি।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৮ ১৬:৪১
Share:

সুশীল কুমার। —ফাইল চিত্র।

কমনওয়েলথে নাও নামা হতে পারে সুশীল কুমারের। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। কমনওয়েলথ গেমসের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের সময় এক খারাপ ঘটনার সাক্ষী থাকে ভারতের কুস্তির মঞ্চ। সেখানে আর এক প্রতিযোগী প্রভীন রানার উপর আক্রমণ করে বসে সুশীল কুমারের ফ্যানরা। ফেডারেশনের তরফে শো-কজ করা হয় সুশীলকে। সুশীল তাঁর জবাবে জানান এই ঘটনায় তাঁর কোনও ভূমিকা ছিল না।

Advertisement

সে দিন ৭৪ কেজি বিভাগে লড়াই চলছি সুশীল আর প্রভীনের। যেখানে সুশীল সেমিফাইনালে ৭-৩এ হারিয়ে দেন প্রভীনকে। ফাইনালে ৪-৩এ জিতেন্দ্র কুমারকে হারিয়ে কমনওয়েলথের যোগ্যতা অর্জন করেন সুশীল। সেই সময়ই প্রভীন রানার দাদা নভীন রানার উপর চড়াও হন সুশীলের সমর্থকরা।

সম্প্রতি প্রভীন রানা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার কাছে লিখিত অভিযোগ জানান। যেখানে তিনি বলেন, এই ঘটনার পিছনে সুশীলের ভূমিকা ছিল। যেখানে প্রভীন ও তাঁর দাদাকে মারার হুমকিও দেওয়া হয়। তার পরই সুশীল তাঁর এক পাতার জবাবে বলেন, ‘‘আমি জেনে বা না জেনে ভারতীয় কুস্তির সম্মান নষ্টের মতো কিছু করিনি।’’

Advertisement

আরও পড়ুন
আম্পায়ারের সিদ্ধান্তে তীব্র বিতর্ক, রিপোর্টের অপেক্ষায় বিসিসিআই

সুশীল লেখেন, ‘‘কুস্তি আমার জীবন। আমি এই খেলার প্রতি সমর্পিত। আমার এমন কোনও প্রচেষ্টা ছিল না যাতে এই খেলার সম্মান নষ্ট হয়। ফেডারেশনের নিয়ম বিরুদ্ধ কাজও করিনি। আমি এটাও নিশ্চিত করতে চাই আমার সমর্থকরাও এমন কিছু করেনি। পুরো ঘটনার বিরোধিতা করছি আমি।’’ প্রভীন রানার অভিযোগে রীতিমতো চমকে যান সুশীল। তিনি জানান, বাউট শেষে সঙ্গে সঙ্গেই তিনি রেসলিং হল ছেড়ে বেরিয়ে যান সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন