Sports News

কমনওয়েলথ টিকিট সুশীলের, মারপিটে জড়ালেন সমর্থকরা

সুশীলের কাছে সেমিফাইনালে হেরে যাওয়া রানা অভিযোগ করেন সুশীল কুমারের সমর্থকরা তাঁদের উপর চড়াও হয়ে তাঁকে ও তাঁর দাদাকে মারধোর করেছে। এর পাল্টা দিয়ে সুশীলের দাবি রিংয়ে ফাইট চলার সময় রানা তাঁকে মেরেছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ১৮:৩৬
Share:

সুশীল কুমার। —ফাইল চিত্র।

শুক্রবারই ২০১৮ কমনওয়েলথের যোগ্যতা অর্জন করেছেন কুস্তিগীর সুশীল কুমার। ৭৪ কেজি বিভাগে জিতেন্দ্র কুমারকে হারিয়ে এই যোগ্যতা অর্জন করলেন তিনি। আর সে দিনই এক খারাপ ঘটনারও সাক্ষী থাকতে হল ভারতীয় রেসলিংকে। যা দেখে ক্ষুব্ধ স্বয়ং সুশীলও। বললেন দুঃখজনক ঘটনা।

Advertisement

দিল্লির কেডি যাদব স্টেডিয়ামে কমনওয়েলথ গেমসের ট্রায়ালে উপস্থিত ছিলেন রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রীজভূষণ সিংহ। তাঁর সামনেই ঘটে গেল সেই ঘটনা। একটা সাধারণ দিনই ছিল। ঠিক যেমনটা প্রতিযোগিতার আসরে থাকে। ততক্ষণে কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করে ফেলেছেন সুশীল। তিন বছর পর ফিরছেন আন্তর্জাতিক এরিনায়। ভাল ফর্মে রয়েছেন তিনি। সদ্য সব ক’টি বাউট জিতে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনাও জিতে নিয়েছেন।

এর পরই সুশীলের কাছে সেমিফাইনালে হেরে যাওয়া রানা অভিযোগ করেন সুশীল কুমারের সমর্থকরা তাঁদের উপর চড়াও হয়ে তাঁকে ও তাঁর দাদাকে মারধোর করেছে। এর পাল্টা দিয়ে সুশীলের দাবি রিংয়ে ফাইট চলার সময় রানা তাঁকে মেরেছে। সুশীল বলেন, ‘‘ও আমাকে মেরেছে। এটা হয়তো ওর পরিকল্পনার অংশ আমাকে ভাল খেলা থেকে আটকানোর জন্য। সবটাই খেলার অং‌শ। কিন্তু যা ঘটেছে সেটা ঠিক নয়। লড়াই শেষে একে অপরের প্রতি সম্মানটা রাখা উচিত।’’ রানার অভিযোগ সুশীলের সমর্থকরা তাঁকে মেরে ফেলার হুমকীও দিয়েছে।

Advertisement

আরও পড়ুন
ছেলেকে নিয়ে দুবাইতে আটকে রইলেন ধবনের স্ত্রী

এর পরই খেলা শেষে দু’জনের সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল হাতাহাতি। যা থামাতে বেগ পেতে হয় আয়োজকদের। এই ঘটনার চূড়ান্ত নিন্দা করেছেন সুশীল। ৪ থেকে ১৫ এপ্রিল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে বসবে ২০১৮ কমনওয়েলথের আসর।

দেখুন সমর্থকদের হাতাহাতির ভিডিও এএনআইএর টুইট থেকে

দেখুন সমর্থকদের হাতাহাতির ভিডিও এএনআইএর টুইট থেকে ;

দেখুন সমর্থকদের হাতাহাতির ভিডিও এএনআইএর টুইট থেকে ;

দেখুন সমর্থকদের হাতাহাতির ভিডিও এএনআইএর টুইট থেকে

দেখুন সমর্থকদের হাতাহাতির ভিডিও এএনআইএর টুইট থেকে ;

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন