(বাঁ দিক থেকে) কার্লোস আলকারাজ়, ব্রুকস নাদের এবং ইয়ানিক সিনার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বিশ্ব টেনিসে চাঞ্চল্য! কোর্টে নয়, কোর্টের বাইরে। ইউএস ওপেন চলাকালীন কার্লোস আলকারাজ় এবং ইয়ানিক সিনার, দু’জনের সঙ্গেই নাকি ‘ডেট’ করছিলেন একই মহিলা। এই মহিলা ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’-এর সুইমস্যুট মডেল এবং রিয়্যালিটি তারকা ব্রুকস নাদের।
‘পেজ সিক্স রেডিয়ো’ এই দাবি করেছে। নাদেরের পরিবারেরই এক সদস্যের ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে জল্পনার জন্ম। আমেরিকার ‘পেজ থ্রি’ দুনিয়ায় পরিচিত নাম নাদের। বহু পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক, ঘনিষ্ঠতা দীর্ঘ দিন ধরে ভক্তদের চর্চার বিষয়। নাদের বা তাঁর পরিবারের কেউ অবশ্য সরাসরি আলকারাজ় বা সিনারের নাম বলেননি।
নাদেরের বোন গ্রেস অ্যানের একটি মন্তব্য থেকে জল্পনার শুরু। তিনি ‘পেজ সিক্স রেডিয়ো’কে ইউএস ওপেনের সময় বলেন, ‘‘দিদি খেলোয়াড়দের নিয়ে একটু ব্যস্ত।’’ তাঁরা কারা? এই প্রশ্নের জবাবে অ্যানের ইঙ্গিতপূর্ণ উত্তর ছিল, ‘‘এক জন রাইমস উইথ উইনার।’’ তার এই উত্তর থেকে ধরে নেওয়া হয়, খেলোয়াড়ের নাম সিনার। কারণ ‘উইনার’ শব্দের সঙ্গে সিনারের ছন্দের মিল রয়েছে।
নাদের নিজে অবশ্য কোনও কথা বলেননি। ইউএস ওপেনের সময় অভিনেতা জিমি কিমেলের সঙ্গে একটি পার্টিতে দেখা গিয়েছিল তাঁকে। সে সময় সাংবাদিকেরা অ্যানের মন্তব্য নিয়ে প্রশ্ন করলে নাদের উত্তর দেননি। তাতে অনেকে ধরে নিয়েছিলেন, নীরবতাই সম্মতির লক্ষণ।
জল্পনার মোড় ঘোরে ইউএস ওপেনের সেমিফাইনালে। কোর্টের ঠিক পাশে দর্শকাসনে বসে ছিলেন নাদের। গোটা ম্যাচে আলকারাজ়ের জন্য গলা ফাটান তিনি। এমনকি সিনারের সঙ্গে ফাইনালেও নাদের সমর্থন করেন আলকারাজ়কেই। যিনি সিনারের সঙ্গে সময় কাটাচ্ছেন, তিনিই আবার তাঁর প্রতিপক্ষকে সমর্থন করছেন! ‘পেজ সিক্স রেডিয়ো’ আবার যোগাযোগ করে অ্যানের সঙ্গে। জানতে চাওয়া হয়, সিনারের সঙ্গে ‘ডেটিং’ করেও নাদের কেন আলকারাজ়কে সমর্থন করলেন? এ বার অ্যান বলেন, ‘‘গুজবগুলো সত্যি। ডেটিংটা এখন অপ্রাসঙ্গিক। তবে এই মূহূর্তে সে-ই সেরা।’’
ইউএস ওপেন শেষ হওয়ার পর অ্যানের এই মন্তব্য নতুন জল্পনার জন্ম দেয়। কারণ ফাইনালে সিনারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আলকারাজ়। তা হলে নাদের কি একই সঙ্গে আলকারাজ় এবং সিনারের সঙ্গে সময় কাটিয়েছেন? সমাজমাধ্যমে শুরু হয় নতুন আলোচনা। তবে নাদের মুখ খোলেননি। কোর্টের বাইরেও কি এক অদৃশ্য লড়াই চলেছিল দুই টেনিস তারকার? আলকারাজ় বা সিনারও মুখ খোলেননি। উল্লেখ্য, ‘পেজ সিক্স রেডিয়ো’ গুজব, মুখরোচক বিষয়ের জন্য জনপ্রিয়।
বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে, আলকারাজ়ের সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানুর। ইউএস ওপেনে দু’জনকে নিয়ে কম হইচই হয়নি। রাদুকানুকে এই নিয়ে একাধিক বার প্রশ্নও করেন সাংবাদিকেরা। তিনি বার বারই হেসে এড়িয়ে গিয়েছেন। ইউএস ওপেনের ঠিক আগে একটি মিক্সড ডাবল্স ম্যাচে বিপক্ষের পুরুষ খেলোয়াড়টির সঙ্গে আলিঙ্গনও করেননি রাদুকানু। বলা হয়, আলকারাজ়ের উপস্থিতিতে ‘পরপুরুষ’-কে জড়িয়ে ধরতে চাননি তিনি।
বহু পুরুষের সঙ্গে নাদেরের সম্পর্ক অজানা নয়। বছরের শুরুতে রাশিয়ার কোরিয়োগ্রাফার গ্লেব সাবচেঙ্কোর সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিলেন নাদের। কারণ হিসাবে গত জানুয়ারিতে বলেছিলেন, উইলিয়াম হেয়ার এখনও আইনত তাঁর স্বামী। যদিও ২০১৪ সালে দু’জনে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন! মাঝে শোনা গিয়েছিল, আমেরিকার ফুটবলার টম ব্র্যাডির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নাদের। যদিও তা নিয়ে কেউ কখনও মুখ খোলেননি।