ICC Women ODI World CUP 2025

মহিলাদের এক দিনের বিশ্বকাপ ক্রিকেট শুরু হওয়ার আগেই ইতিহাস, কী সিদ্ধান্ত নিল আইসিসি

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। এ বারের বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা। প্রতিযোগিতার সব ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন শুধু মহিলারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৮
Share:

মহিলাদের এক দিনের বিশ্বকাপের সব ম্যাচে থাকবেন মহিলা আম্পায়ারেরাই। —ফাইল চিত্র।

এক দিনের বিশ্বকাপে ইতিহাস। আসন্ন মহিলাদের বিশ্বকাপের জন্য ১৪ জন আম্পায়ার এবং চার জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁরা প্রত্যেকেই মহিলা। এক দিনের বিশ্বকাপে এ বারই প্রথম ম্যাচ অফিসিয়ালের দয়িত্ব দেওয়া হয়েছে শুধু মহিলাদের।

Advertisement

২০২২ সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের সব ম্যাচ এবং মহিলাদের গত দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ অফিসিয়াল ছিলেন মহিলা। তবে এক দিনের ক্রিকেটে এ বারই প্রথম শুধু মহিলারাই দায়িত্ব সামলাবেন। আসন্ন বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া ১৪জন আম্পায়ার হলেন লরেন এজেনব্যাগ, ক্যান্ডিস লা বোর্দে, কিম কটন, সারা ডাম্বানেভানা, শাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্তে, এন জননী, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান, গায়ত্রী বেণুগোপালন এবং জ্যাকলিন উইলিয়ামস। ম্যাচ রেফারি হিসাবে থাকছেন ট্রুডি অ্যান্ডারসন, শ্যান্ড্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী এবং মিশেল পেরেইরা।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। এ বারের বিশ্বকাপ যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা। প্রথম দিনই গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই আয়োজক দেশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement