Sports News

দ্বিতীয় টি১০ লিগে তারকার সমাবেশ

গত বছর শুরু হয় টি১০ লিগ। সে বার চ্যাম্পিয়ন হয়েছিল কেরল কিংস। সেই দলের ইয়ন মর্গ্যানকে ধরে রাখল চ্যাম্পিয়ন দল। এ ছাড়া আইকন প্লেয়ার হিসেবে মরাঠা অ্যারাবিয়ান্স বেছে নিল রশিদ খানকে।

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ১৮:৪৯
Share:

টি২০ ক্রিকেট বিশ্বে হিট। এ বার সময় টি১০-এর। এই নিয়ে দ্বিতীয় টি১০ লিগ হতে চলেছে। এই বছরের শেষে হওয়ার কথা দ্বিতীয় টি১০ লিগের। ২৪ জুলাই দুবাইয়ে টি১০ লিগ নিয়ে প্রকল্প তৈরি হয়েছে। এই টুর্নামেন্টে মোট আটটি দল খেলবে।

Advertisement

গত বছর শুরু হয় টি১০ লিগ। সে বার চ্যাম্পিয়ন হয়েছিল কেরল কিংস। সেই দলের ইয়ন মর্গ্যানকে ধরে রাখল চ্যাম্পিয়ন দল। এ ছাড়া আইকন প্লেয়ার হিসেবে মরাঠা অ্যারাবিয়ান্স বেছে নিল রশিদ খানকে। শহিদ আফ্রিদি পাখতুনসের আইকন মুখ। সুনীল নারিন বেঙ্গল টাইগার্সের। শোয়েব মালিক রয়েছেন পঞ্জাবা লিজেন্ডসে এবং ব্রেন্ডন ম্যাকালাম রাজপুতের আইকন মুখ।

বাকি দল গুছিয়ে ফেলতে হবে সেপ্টেম্বরের মধ্যে। এই টুর্নামেন্টের প্রথম এডিশন হয়েছিল গত বছর ডিসেম্বরে শারজায়। মোট ১৩টি ম্যাচ খেলা হয়েছিল। এই বছর দুটো দল যোগ হয়েছে। যে কারণে টুর্নামেন্টের সময় বাড়িয়ে করা হয়েছে ১০ দিন। খেলতে হবে ২৮টি ম্যাচ। প্রথম টি১০ দলে যোগ দিয়ে রশিদ খান বলেন, ‘‘আমি মরাঠা অ্যারাবিয়ান্সে যোগ দিয়ে টি১০ লিগ খেলার জন্য মুখিয়ে রয়েছি। প্রায় সব টি২০ লিগে খেলার পর এই চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে রয়েছি। বিশ্বের বেশ কিছু সেরা মুখের সঙ্গে ক্রিকেটের সব থেকে ছোট ফর্ম্যাটে খেলার জন্য আমি তৈরি।’’

Advertisement

আরও পড়ুন
এশিয়া কাপ বয়কটের ডাক দিলেন সহবাগ

এই আইকন প্লেয়াররা ছাড়াও সব দলে রয়েছেন একাধিক বড় নাম। দেখে নেওয়া যাক এক ঝলকে...

বেঙ্গল টাইগার্স: সুনীল নারিন (আইকন), জেসন রয়, স্যাম বিলিংস, আসিফ আলি, মুজিব উর রহমান।

করাচিয়ান্স: শেন ওয়াটসন (আইকন), জোফরা আর্চার, অ্যান্টন ডেভচিচ, কলিন দে গ্র্যান্ডহোম, বেন লাফলিন।

কেরল কিংস: ইয়ন মর্গ্যান (আইকন), কেরন পোলার্ড, সোহেল তনভির, পল স্টার্লিং, দাসুন শঙ্করা।

মরাঠা অ্যারাবিয়ান্স: রশিদ খান (আইকন), জেমস ফকনার, অ্যালেক্স হেলস, ডোয়েন ব্র্যাভো, কামরান আকমল।

নর্দার্ন ওরিয়র্স: ড্যারেন সামি (আইকন), আন্দ্রে রাসেল, ডোয়েন স্মিথ, ওয়াহাব রিয়াজ, নিকোলাস পুরান।

পাখতুনস: শহিদ আফ্রিদি (আইকন), কলিন ইনগ্রাম, ডেভিড উইলি, মহম্মদ ইরফান, লিয়াম ডসন।

পঞ্জাবী লিজেন্ডস: শোয়েব মালিক (আইকন), মহম্মদ হাফিজ, রিলে রোসোও, ক্রিস লিন, মহম্মদ শাহজাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন