Ireland Cricket Team

T20 World Cup 2021: চার বলে চার উইকেট, টি২০ বিশ্বকাপের শুরুতেই নজির আইরিশ জোরে বোলারের

কার্টিসের ওভারের আগে ২ উইকেটে ৫১ রান করেছিল নেদারল্যান্ডস। তাঁর ওভার শেষ হওয়ার পর রান একই থাকলেও ছয় উইকেট হারিয়ে ফেলে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ২০:২৭
Share:

কার্টিস ক্যাম্পার টুইটার

টি২০ বিশ্বকাপে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের জোরে বোলার কার্টিস ক্যাম্পার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরপর চার বলে চার উইকেট নিলেন কার্টিস। টি২০ ক্রিকেটে লাসিথ মালিঙ্গা, রশিদ খানের পর তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন আইরিশ পেসার।

Advertisement

টি ২০ বিশ্বকাপের আসরে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন কার্টিস। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ২০০৭ সালে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি

নেদারল্যান্ডস ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে কলিন অ্যাকারম্যানকে কট বিহাইন্ড করেন কার্টিস। পরের দুই বলে রায়ান টেন ডোয়েশে ও স্কট এডওয়ার্ডসকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিক করেন তিনি। চতুর্থ ও ওভারের শেষ বলে ভ্যান ডার মারওয়েকে বোল্ড করে চতুর্থ উইকেট পান কার্টিস।

Advertisement

কার্টিসের ওভারের আগে ২ উইকেটে ৫১ রান করেছিল নেদারল্যান্ডস। তাঁর ওভার শেষ হওয়ার পর রান একই থাকলেও ছয় উইকেট হারিয়ে ফেলে তারা।

এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে রশিদ খান চার বলে চারটি উইকেট নিয়েছিলেন। ওই বছরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার উইকেট নেন মালিঙ্গা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন