CSK

‘ভারতে টি২০ বিশ্বকাপ হওয়া অসম্ভব’, দেশে ফিরে মন্তব্য করলেন ধোনির দলের ভীত ব্যাটিং কোচ

নিজের মন্তব্যের স্বপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন হাসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২১ ১৮:২০
Share:

মাইক হাসি। ফাইল ছবি

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া কার্যত অসম্ভব। বরং তা সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে দেওয়াই সমীচীন হবে। এমনটাই মনে করছেন মাইক হাসি। আইপিএল খেলতে এসে ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ। দেশে ফিরে এই মন্তব্য করেছেন তিনি। এখনও ভয়ে কাঁপছেন তিনি। বলেছেন, “ভারতে এই প্রতিযোগিতা আয়োজন হওয়া কঠিন বলে আমার মনে হয়।”

Advertisement

নিজের মন্তব্যের স্বপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন হাসি। বলেছেন, “আমরা আইপিএল-এ আটটি দল দেখেছি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ সেই সংখ্যক বা তার থেকেও বেশি দল আসতে পারে। তাই আরও অনেক কেন্দ্রে খেলা আয়োজন করতে হবে। আগেই বলেছিলাম, বিভিন্ন শহরে আয়োজন করতে গেলে ঝুঁকি আরও বাড়বে।”

হাসির সংযোজন, “অনেক বড় করে যাতায়াতের পরিকল্পনা করতে হবে। আমিরশাহি বা অন্য কোনও দেশ, যারা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারে, তার খোঁজ করতে হবে। আমার ধারণা, অনেক দেশের বোর্ডই ভারতে আসার ব্যাপারে চিন্তায় থাকবে।”

Advertisement

ভারতে থাকার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন হাসি। তাঁর কথায়, “শরীর ভাল লাগছিল না ঠিকই। কিন্তু কখনও মনে হয়নি মরে যাব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন