এশিয়া কাপে বাংলাদেশ দলে নেই তামিম

আগেই বোঝা গিয়েছিল এশিয়া কাপ খেলা হচ্ছে না তামিমের। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য জানিয়ে রেখেছিলেন তিনি। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিও চেয়েছিলেন। যার ফলে লিগ পর্বের প্রথম তিনটি ম্যাচ এমনিতেই খেলা হত না তামিম ইকবালের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১২
Share:

আগেই বোঝা গিয়েছিল এশিয়া কাপ খেলা হচ্ছে না তামিমের। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য জানিয়ে রেখেছিলেন তিনি। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিও চেয়েছিলেন। যার ফলে লিগ পর্বের প্রথম তিনটি ম্যাচ এমনিতেই খেলা হত না তামিম ইকবালের। শেষ লিগের ম্যাচ ২ মার্চ। যে কারণে তাঁকে এশিয়া কাপ দল থেকেই বাইরে রাখা হল। ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ও ক্যারিবিয়ান লিগে খেলার সুযোগ না হলেও পাকিস্তান প্রিমিয়র লিগে খেলছেন এবং প্রতিমুহূর্তে নিজেকে প্রমান করছেন। কিন্তু এশিয়া কাপের জন্য জাতীয় দলে সুযোগ পেলেন না দেশের এই অভিজ্ঞ ক্রিকেটারের। আগামী ২৪ ফেব্রুয়ারি শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। যে দল গড়েছে বিসিবি তাঁদের নিয়েই আশাবাদী পুরো দেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুব দল তৃতীয় স্থানে শেষ করে দেশকে সম্মান এনে দিয়েছে। এবার দাদাদের পালা। দেশের মাটিতেই এশিয়া কাপ। সেখানে নিজেদের প্রমাণ করে টি২০ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে মুখিয়ে রয়েছেন সাকিব, মুস্তাফিজুররা।

Advertisement

এশিয়া কাপে বাংলাদেশের ১৫ জনের দল: মাশরাফি বিন মোর্তাজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহম্মদ মিঠুন, মাহমদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান রুম্মান, নাসির হোসেন, আরফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি।

আরও খবর

Advertisement

শ্রীলঙ্কাকে হারিয়ে যুব বিশ্বকাপে তৃতীয় বাংলাদেশ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement