মেসিকে নিয়ে মাঠের বাইরে এল ক্লাসিকো

বার্সেলোনার নতুন চুক্তিতে এখনও হ্যাঁ বলেননি তিনি। বাবা হোর্জে মেসি ক্লাবের সঙ্গে বৈঠকে বসে এখনও কোনও সুরাহা বের করতে পারেননি। যত দিন এগোচ্ছে তত বেশি জল্পনাও বাড়ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ০৪:০৫
Share:

বার্সেলোনার নতুন চুক্তিতে এখনও হ্যাঁ বলেননি তিনি। বাবা হোর্জে মেসি ক্লাবের সঙ্গে বৈঠকে বসে এখনও কোনও সুরাহা বের করতে পারেননি। যত দিন এগোচ্ছে তত বেশি জল্পনাও বাড়ছে।

Advertisement

ফুটবলবিশ্ব জুড়ে প্রশ্ন উঠছে, তা হলে কি সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ফুটবলবিশ্ব? যখন প্রিয় ক্লাবের জার্সি ছেড়ে নতুন অ্যাডভেঞ্চারে বেরোবেন তিনি— লিওনেল মেসি। যাঁর সঙ্গে বার্সেলোনার চুক্তি নাটক এখন ফুটবলবিশ্বের আলোচ্য বিষয়।

নাটকে এ বার ঢুকে পড়ল প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। স্পেনের এক সূত্র জানাচ্ছে, ফ্লোরেন্তিনো পেরেজ নাকি শেষ চেষ্টাটা করবেন মেসিকে রিয়ালে সই করাতে। রিয়ালের দলবদলের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বছরের মাঝপথেই আবার নতুন ফুটবলার সই করতে পারবে। অবিশ্বাস্য ভাবে পেরেজের পাখির চোখ মেসি।

Advertisement

এলএম টেনকে নিয়ে মাঠের বাইরের এই এল ক্লাসিকোয় শুরুতেই গোল দিয়ে রাখতে চাইছে বার্সেলোনা। ক্লাব প্রেসিডেন্ট জোসেপ বার্তেমিউ আগাম সতর্কবার্তা পাঠিয়ে দিয়েছেন বাকি ক্লাবগুলোকে। জানিয়ে দিয়েছেন, দরকার পড়লে মেসিকে রেকর্ড মাইনে দিয়েও রাখবেন রাজপুত্রকে। ‘‘আমি আবার বলছি মেসিকে বার্সেলোনায় রাখব। যখন ও বিশ্বের এক নম্বর প্লেয়ার, তখন যুক্তি বলছে আর্থিক দিক দিয়েও ও এক নম্বরে থাকবে,’’ বলছেন বার্তোমিউ। এখনও নতুন চুক্তি সই না করলেও প্রায় প্রতিদিনই কথাবার্তা চলছে।

নতুন চুক্তি নিয়ে কথাবার্তা থেমে থাকলেও এপ্রিলের মধ্যেই মেসিকে সই করাতে চান বার্তোমিউ। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, কাজটা কঠিন। কারণ মেসি নাকি সাপ্তাহিক বেতন হিসেবে দাবি করেছেন ৮২৫,০০০ পাউন্ড। বার্সা কি এত টাকা দিতে তৈরি? ক্লাব প্রেসিডেন্ট বলছেন, ‘‘টাকা নিয়ে এখনই কিছু বলব না। কথাবার্তা চলছে আমাদের। দেখা যাক।’’

মেসিকে ছেড়ে আবার বুধবার রাতে কোপা দেল রে-তে হারকিউলিসের বিরুদ্ধে ৭-০ জিতল বার্সেলোনা। হ্যাটট্রিক করলেন আর্দা তুরান। এ ছাড়াও গোল করেন পাকো আলকাসার, রাফিনহা, লুকাস দিগনে ও ইভান রাকিটিচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন