India

সিরিজ জিতে ‘পুল পার্টি’ বিরাটদের, দেখুন ভিডিও

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়। তা-ও আবার হোম টিমকে রীতিমতো নাস্তানাবুদ করে। চার দিনেই দুটো টেস্ট শেষ হয়ে গিয়েছে। একাধিপত্য নিয়ে সিরিজ জয় শেষে তাই সেলিব্রেশনটাও হল জমিয়ে!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ১৭:১৬
Share:

পুল পার্টিতে টিম ইন্ডিয়া। ছবি: ভারতীয় ক্রিকেট টিমের ফেসবুক ভিডিও থেকে।

এক্কেবারে জলে ঝাঁপ!

Advertisement

টানটান উত্তেজনার ম্যাচ শেষে জমে গেল ভারতীয় দলের ‘কুল অফ’ পার্টি। হোটেলের পুলেই মস্তি টাইম। মিউজিকের সঙ্গে সঙ্গে জলের মধ্যেই ডান্স। কখনও সাঁতার তো কখনও হালকা করে একটু ড্রিঙ্কস। আর নিমেশেই ক্লান্তি উধাও।

আরও খবর: শ্রীসন্থের নির্বাসন তুলে নিতে নির্দেশ হাইকোর্টের

Advertisement

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়। তা-ও আবার হোম টিমকে রীতিমতো নাস্তানাবুদ করে। চার দিনেই দুটো টেস্ট শেষ হয়ে গিয়েছে। একাধিপত্য নিয়ে সিরিজ জয় শেষে তাই সেলিব্রেশনটাও হল জমিয়ে! তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে। শেষ ম্যাচ জিততে পারলেই বিদেশের মাটিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ। তার আগে অনেকটাই নিশ্চিন্ত। সঙ্গে আত্মবিশ্বাসীও ভারতীয়। একটা খচখচানি যা থেকে যাচ্ছে সেটা হল রবীন্দ্র জাডেজার নির্বাসন। শেষ ম্যাচে তাঁকে পাবে না ভারতীয় দল। তাতে কী? তাঁর হাত ধরেই এই বিরাট জয়। তাই এই নির্বাসন নিয়ে ভাবছে না টিম ইন্ডিয়া।

আরও খবর: ঘরে-বাইরে ভাবনাটাই ভুলে যেতে চান বিরাট

জলে ঝাঁপ দিয়েই উৎসবের শুরু। ভারতীয় ক্রিকেট দলের ফেসবুক পেজে পোস্ট করা হল সেই পুল উৎসবের ভিডিও। ১২ অগস্ট থেকে পাল্লেকেলে শুরু হবে তৃতীয় টেস্ট। তার আগে হাতে রয়েছে বেশ কিছুটা সময়। যা ক্লান্তি কাটাতে সাহায্য করবে।

দেখুন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement