Ravindra Jadeja

সিরিজ জিতে জাডেজার বার্থ ডে সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

জাডেজার কেক কাটার ভিডিও এ দিন টুইট করে বিসিসিআই। কেক কাটার সময় সতীর্থ থেকে টিম ম্যানেজম্যান্ট সকলেই হাজির ছিলেন বার্থ ডে বয়ের পাশে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭ ২৩:০৩
Share:

রবীন্দ্র জাডেজা। ছবি: এএফপি

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে টানা ন’টি সিরিজ জেতার নজির গড়েছে ভারত। ফলে সেলিব্রেশন হবে সেটা জানাই ছিল। কিন্তু, সেই সেলিব্রেশনের আনন্দ দ্বিগুণ করে দিলেন রবীন্দ্র জাডেজা। আজ জাডেজার ২৯তম জন্মদিন।

Advertisement

দল সিরিজ জিতে ড্রেসিংরুমে ফিরতেই বার্থ ডে বয় জাড্ডুকে নিয়ে পার্টি শুরু করে দেয় টিম ইন্ডিয়া। ড্রেসিংরুমেই কেক কাটেন সৌরাষ্ট্রের এই ক্রিকেটার।

আরও পড়ুন: নয়া নজির ভারতের, পন্টিংকে ছুঁলেন বিরাট

Advertisement

আরও পড়ুন: শ্রীলঙ্কার দুরন্ত লড়াইয়ে দিল্লি টেস্ট ড্র

জাডেজার কেক কাটার ভিডিও এ দিন টুইট করে বিসিসিআই। কেক কাটার সময় সতীর্থ থেকে টিম ম্যানেজম্যান্ট সকলেই হাজির ছিলেন বার্থ ডে বয়ের পাশে। কেক কাটার পর খুনসুঁটিও চলে জাডেজাকে নিয়ে। বিরাট কোহালি থেকে রোহিত শর্মা সকলে ঘিরে ধরে কেক মাখাতে থাকেন জাডেজাকে। সতীর্থদের সঙ্গে জন্মদিন পালন করে খুশি জাডেজাও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement