MS Dhoni

‘ধোনির অভিজ্ঞতা বাজারে বিক্রি হয় না বা কেনা যায় না’

ক্রিকেট কেরিয়ারের শেষ পর্বে এসে এখনও সমর্থকদের মধ্যে মহেন্দ্র সিংহ ধোনির জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকু। দক্ষিণ আফ্রিকা সফরে সেই ভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও ধোনি যে টিম ইন্ডিয়ার সম্পদ তা ফের এক বার মনে করিয়ে দিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ১৬:০৮
Share:

রবি শাস্ত্রী।—ফাইল চিত্র।

ক্রিকেট কেরিয়ারের শেষ পর্বে এসে এখনও সমর্থকদের মধ্যে মহেন্দ্র সিংহ ধোনির জনপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকু। দক্ষিণ আফ্রিকা সফরে সেই ভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও ধোনি যে টিম ইন্ডিয়ার সম্পদ তা ফের এক বার মনে করিয়ে দিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

Advertisement

ধোনির সমর্থনে এর আগেও মুখ খুলেছিলেন রবি। মাঝে ধোনির খারাপ ফর্মের সময় যখন তাঁর দিকে একের পর এক বিতর্ক ধেয়ে এসেছিল তখন ধোনির ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রবি শাস্ত্রী। যদিও এ বার সে রকম কিছু বিতর্কের মধ্যে পড়তে হয়নি ধোনিকে।

ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, “অভিজ্ঞতার কোনও বিকল্প হয় না। ধোনির অভিজ্ঞতাও অমূল্য। এটা বাজারে কিনতে পাওয়া যায় না। বিক্রিও হয় না।”

Advertisement

আরও পড়ুন: বিধ্বংসী স্টার্কের দাপটে বিপাকে দক্ষিণ আফ্রিকা

আরও পড়ুন: নাইটদের নেতৃত্বে পাঁচ দাবিদার

পাশাপাশি, ‘ফিনিশার’ ধোনির হয়েও মুখ খোলেন তিনি রবি শাস্ত্রী। তাঁর কথায়, ‘‘ম্যাচ শেষ করার প্রসঙ্গ যখন আসে তখন খুব কম ক্রিকেটারই আছেন যাঁরা ধোনির থেকে ভাল। পাঁচ, ছয় বা সাত নম্বরে ব্যাট করতে নেমেও ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা আছে তাঁর।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন