Sports News

দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠলেন না কুম্বলে

প্রশ্ন উঠতে শুরু করেছে হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফিই তাঁর শেষ। এমনিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই চুক্তি শেষ হয়ে গিয়েছে কুম্বলের। যদিও জল্পনা কাটাতে বিসিসিআই তড়িঘড়ি নেমে পড়েছে ময়দানে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০১৭ ১৬:০১
Share:

ওয়েস্ট ইন্ডিজের পথে ভারতীয় দল। টুইটারে ছবি পোস্ট করলেন শিখর ধবন।

শেষ মুহূর্তে লন্ডন থেকে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠলেন না কোচ অনিল কুম্বলে। যার ফলে আবার সামনে চলে এল বিরাট কোহালি-অনিল কুম্বলে দ্বৈরথ। এমনিতেই এই ভারতীয় দলের দায়িত্ব থেকে সরে যেতে হবে বলেই মনে হচ্ছে অনিল কুম্বলেকে। অধিনায়ক, কোচের মতের মিল না থাকলে দলের উপর তার প্রভাব পরে। যে কারণে ইতিমধ্যেই নতুন কোচের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপনও দিয়ে দিয়েছে বিসিসিআই। আলোচনায় বসেছে বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ ও সচিন তেন্ডুলকর। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কুম্বলে ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে থাকবেন সেটাও বলে দেওয়া হয়েছে। কিন্তু শেষ বেলায় ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে কুম্বলে না ওঠায় জলঘোলা হতে শুরু করে।

Advertisement

আরও খবর: কোচের যাত্রা নিয়ে ধন্দে থাকল দলই

প্রশ্ন উঠতে শুরু করেছে হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফিই তাঁর শেষ। এমনিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই চুক্তি শেষ হয়ে গিয়েছে কুম্বলের। যদিও জল্পনা কাটাতে বিসিসিআই তড়িঘড়ি নেমে পড়েছে ময়দানে। বিসিসিআই-এর এক সূত্রের খবর, আইসিসি মিটিংয়ের জন্য দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি কোচ কুম্বলে। মিটিং শেষে তিনি যোগ দেবেন দলের সঙ্গে। যে কারণে তার এই না যাওয়া নিয়ে নেই কোনও বিতর্ক। সোমবারও এই নিয়ে ধোঁয়াশা ছিল। বোর্ডের পক্ষ থেকে গতকাল পর্যন্ত এটা নিশ্চিত করে জানানো হয়নি যে তিনি দলের সঙ্গে যাবেন না। ক্রিকেটাররাও ছিলেন পুরোপুরি অন্ধকারে। প্রায় অনাথ হয়েই এ বার ক্যারিবিয়ান দীপপুঞ্জে গেলেন বিরাট কোহালিরা। কিন্তু কুম্বলে আদৌ যাবেন তো? প্রশ্নটা থেকেই গেল।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন