বিরাট কোহালি। ছবি: সংগৃহীত।
শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্ট খেলতে নামার আগে ভালই ব্যাটিং প্র্যাকটিস সেরে নিলেন বিরাট কোহালি-রা। দু’দিনের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট্স একাদশের বিরুদ্ধে দ্বিতীয় দিনে ভারতীয় দল তুলল ৩১২-৯।
ম্যাচ ড্র হয়ে গেলেও ভারতীয় ব্যাটসম্যানেরা প্রায় প্রত্যেকেই যে রান পেলেন, সেটা নিশ্চয়ই ইতিবাচক দিক। গত কালের অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক কোহালি ৭৬ বলে ৫৩ রান করে অবসর নিলেন। তাঁর ইনিংসে সাতটি বাউন্ডারি ছিল। রান পেলেন অজিঙ্ক রাহানে (৪০), শিখর ধাওয়ান (৪১)। যাঁর উপরে নজর ছিল সব চেয়ে বেশি, সেই রোহিত শর্মা করলেন ৪৯ বলে ৩৮। মিডল অর্ডারে কোনও ব্যাটসম্যানই আউট হননি। যথেষ্ট ব্যাটিং প্র্যাকটিস পাওয়ার পর নিজেরাই অবসর নিয়ে অন্যদের প্রস্তুতির সুযোগ করে দেন। ঋদ্ধিমান সাহাও অপরাজিত থাকেন ৪০ বলে ৩৬ রান করে।
যদিও ম্যাচের পরে কে এল রাহুল বলে গেলেন, তিনি হাফ সেঞ্চুরি করলেও পুরোপুরি টেনশনমুক্ত নন। চোট সারিয়ে ফিরছেন তিনি। গলে প্রথম টেস্টে তিনি খেলবেন বলেই ধরে নেওয়া যায়। রাহুল বলছেন, তিনি নার্ভাস। চার মাসের মধ্যে এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামছেন তিনি। বোর্ডের ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘‘আমি জানি ঠিক মতো প্রস্তুতি নিয়েছি। সব কিছু ঠিকঠাক করেছি। কিন্তু তার পরেও মনের মধ্যে একটা উদ্বেগ থেকেই যায় যে, যদি আবার চোট লাগে কী হবে? যদি আবার চার মাস ধরে বাইরে থাকতে হয়, কী হবে?’’ দুশ্চিন্তা ঢাকতে চাননি রাহুল। পরিষ্কার বলে দিয়েছেন, ‘‘মনের মধ্যে নানা সংশয়, নানা প্রশ্ন থেকেই যায়। সেটাকে জয় করাই আমার সব চেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’’
গত বারের শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছিলেন রাহুল। কিন্তু গোটা সিরিজ মোটেও ভাল যায়নি তাঁর। এ বার তিনি আরও ভাল পারফরম্যান্স করে ফিরতে চান। ‘‘এখানকার পিচ খুব প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। পেসারদের জন্য যেমন সাহায্য থাকে, তেমনই স্পিনারদের জন্য বাড়তি টার্ন ও বাউন্স থাকে। এখানে প্রয়োগ ক্ষমতা দেখানোটাই আসল,’’ বলছেন রাহুল।