নিতিন-কেলেঙ্কারি

বিশ্বকাপের পর ভারতীয় দলে নতুন ফিজিও

মহেন্দ্র সিংহ ধোনির টিম ইন্ডিয়া যদি বিশ্বকাপে ভাল ফলও করে, দলে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী। বর্তমান ফিজিও নিতিন পটেলের চুক্তি নবীকরণ খুব সম্ভবত হচ্ছে না। টিম থেকেই অন্তত দুটো গুরুত্বপূর্ণ রিপোর্ট তাঁর বিরুদ্ধে বোর্ডের কাছে জমা পড়তে চলেছে।

Advertisement

গৌতম ভট্টাচার্য

অ্যাডিলেড শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:৪৬
Share:

মহেন্দ্র সিংহ ধোনির টিম ইন্ডিয়া যদি বিশ্বকাপে ভাল ফলও করে, দলে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী। বর্তমান ফিজিও নিতিন পটেলের চুক্তি নবীকরণ খুব সম্ভবত হচ্ছে না। টিম থেকেই অন্তত দুটো গুরুত্বপূর্ণ রিপোর্ট তাঁর বিরুদ্ধে বোর্ডের কাছে জমা পড়তে চলেছে।

Advertisement

নিতিনের বিরুদ্ধে ঠিক সেই অভিযোগ যা এক সময় ভারতীয় দলের ফিজিও আলি ইরানি সম্পর্কে শোনা যেত। তিনি প্লেয়ারের স্বার্থ রাখতে গিয়ে, কাউকে না চটাতে চেয়ে রিপোর্ট দেন। তাই সংশ্লিষ্ট তারকার স্বার্থ দেখতে গিয়ে সেই রিপোর্ট দলবিরোধী হয়ে যায়। ইদানীংকালে নিতিনের ওপর টিমের কোনও কোনও মাথার সবচেয়ে ক্ষোভ, ইশান্ত শর্মার মেডিক্যাল রিপোর্ট নিয়ে।

ইশান্তকে নিতিন ফিট ঘোষিত করেছিলেন তিনি ফিট নন জেনেও। ইশান্তও নিজে থেকে চাননি বিশ্বকাপ দলের বাইরে যেতে। অথচ তাঁর ভাল চোট। ইশান্তের স্ট্র্যাটেজি ছিল তিনি চোট নিয়েই থেকে যাবেন। একটা ম্যাচ কোনও রকমে খেলে দেবেন। তার পর আবার চোট নিয়ে বাইরে চলে যাবেন। এই ভাবে গত দেড় মাস তিনি চালিয়েছেন। ইশান্ত এমন তালিকায় প্রথম নন। শেষও হবেন না। বিশ্বকাপের দলে থাকার শখ-আহ্লাদ সবারই থাকে। কেউ চোট নিয়ে সত্যি কথাটা নিজের সম্পর্কে বলতে চায় না। কিন্তু ফিজিও যে সেই প্লেয়ারের তালে চলবেন, দলকে সত্যি কথাটা বলবেন না এটা টিম ম্যানেজমেন্টের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। রবি শাস্ত্রী কড়া ব্যবস্থা নিয়ে ইশান্তকে ফেরত না পাঠালে দিল্লির পেসার অবধারিত আগামী দেড় মাস এখানে থেকে যেতেন।

Advertisement

বৃহস্পতিবার শাস্ত্রীকে ফোনে ধরার চেষ্টা করেও পাওয়া গেল না। ভারতীয় দলে সবাই এখন বোর্ডের নির্দেশ মেনে মিডিয়াকে যথাসম্ভব এড়িয়ে চলছেন।

কিন্তু এটুকু জানা গেল, ইশান্ত ইস্যুতে টিমের প্রশাসনিক দায়িত্বে থাকা কেউ কেউ এমন উত্তেজিত যে বোর্ডকে সুপারিশ করবেন বিদেশি ফিজিও নিয়োগের জন্য। যিনি টিম ম্যানেজমেন্টকে সত্যি রিপোর্টটা দেবেন। তারকার স্বার্থ দেখতে গিয়ে নিজের নিরপেক্ষতা বিসর্জন দেবেন না। নিতিনের টিমে এত বছর থেকে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ তিনি বোর্ড সচিব সঞ্জয় পটেলের ঘনিষ্ঠ। দু’জনেই বডোদরার লোক।

কিন্তু এ বার বিশ্বকাপ দল নির্বাচনের আগে নিজের মেডিক্যাল রিপোর্ট নিয়ে নিতিন যা ঘটিয়েছেন তাতে বোর্ড সচিবও তাঁকে বাঁচাতে পারবেন বলে মনে হয় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন