রোমহর্ষক ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে এক রানে জিতে হোলিতে মাতলেন ভারতীয় ক্রিকেটাররা। টিম বাসের মধ্যে একে অন্যকে রঙ দিতেও দেখা গেল তাঁদের। আর এ সবে যিনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ তিনি বিরাট কোহলি। হরভজনদের ধরে ধরে রঙ দিতে দেখা গেল তাঁকে। রঙ খেলা শেষ হলে শিখর ধবন, সুরেশ রায়না এবং টিমের নতুন রকস্টার হার্দিক পাণ্ড্য গাইলেন ‘রঙ বর্ষে ভিগে..’। দেখুন সেই ভিডিও।