ইডেনের টিকিট প্রায় শেষ

দুপুরেই আসছেন ধোনি-কোহালিরা

কটকে ধুন্ধুমার লড়াই দেখার পর থেকে ফুটছে কলকাতা। বৃহস্পতিবার শেষ রাতে ওস্তাদের মতোই ইংল্যান্ডকে মার দিয়ে বিরাট কোহালির ভারত সিরিজ জিতে নিলেও ৩-০-র জন্য এ রকমই আর এক লড়াইয়ের অপেক্ষায় ইডেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ০৩:২৪
Share:

কটকে ধুন্ধুমার লড়াই দেখার পর থেকে ফুটছে কলকাতা। বৃহস্পতিবার শেষ রাতে ওস্তাদের মতোই ইংল্যান্ডকে মার দিয়ে বিরাট কোহালির ভারত সিরিজ জিতে নিলেও ৩-০-র জন্য এ রকমই আর এক লড়াইয়ের অপেক্ষায় ইডেন। ম্যাচের তিন দিন আগেই তাই সিএবি কর্তারা ‘হাউস ফুল’ বোর্ড ঝুলিয়ে দিতে পারলে বাঁচেন।

Advertisement

এই আবহের মধ্যেই শুক্রবার দুপুর বারোটা নাগাদ বিরাট কোহালি তাঁর দলবল নিয়ে ঢুকে পড়ছেন শহরে। একই সঙ্গে চলে আসছে ইংল্যান্ডও। দুই দল শহরে পা দেওয়ার পর যে উত্তেজনার পারদ আরও চড়বে, সে রকমই মনে করছেন শহরের ক্রিকেট কর্তারা। কিন্তু আর টিকিট পাওয়ার কোনও উপায় থাকবে না বলেই জানাচ্ছেন তাঁরা। ফলে ব্যাপক কালোবাজারির আশঙ্কাও আছে।

বরাবাটি স্টেডিয়ামে ৩৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমেও ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যে রকম লড়ে গেলেন, তার পর ইডেনে এ রকমই এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় শহরবাসী। বৃহস্পতিবার রাত ন’টায় সিএবি-র এক শীর্ষকর্তার কাছ থেকে যে ‘আপডেট’ পাওয়া গেল, তাতে আর হয়তো মাত্র দু-আড়াই হাজার টিকিট পড়ে রয়েছে। তাও সেগুলো সবচেয়ে বেশি দামের। সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য টিকিটের সংখ্যা আর নেই বললেই চলে। রাতে ইডেন ছাড়ার সময় সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও বলে গেলেন, ‘‘টিকিট সব শেষ হয়ে গিয়েছে। রবিবার গ্যালারি ভর্তি হয়ে যাবে।’’

Advertisement

এ দিুন দুপুরেই সৌরভ মাঠ ও উইকেট দেখতে নেমেছিলেন। উইকেট পরীক্ষার জন্য উইকেটে কয়েকটা বলও করেন তিনি। তার পর বলেন, ‘‘খুব ভাল উইকেট। ভাল খেলা হবে। যারা ম্যাচ দেখতে আসবেন, তারা ভাল ক্রিকেট দেখেই ঘরে ফিরবেন বলে মনে হয়।’’

আর ইডেনের গ্যালারি ভর্তি হওয়া মানেই নিরাপত্তার কড়াকড়ি। ইডেনকে শুক্রবার থেকেই নিশ্ছিদ্র দুর্গ বানিয়ে দেওয়া হচ্ছে বলে শোনা গেল। বৃহস্পতিবারই সিএবি কর্তা ও সদস্যদের ম্যাচের জন্য তৈরি বিশেষ ব্যাজ ধরিয়ে দেওয়া হল হাতে হাতে। শুক্রবার থেকে নাকি ওই ব্যাজ পরেই তাঁদের আসতে হবে ইডেনে। শুক্রবার দুপুরে শহরে আসার পর কোনও প্র্যাকটিস রাখছে না কোনও দল। তবে শনিবার দুই বেলাই প্র্যাকটিস শিডিউল রাখতে বলা হয়েছে ভারতীয় দলের পক্ষ থেকে। সকালে ও বিকেলে। মাঝে দুপুরে অনুশীলন সেরে নেবেন ইংরেজরা। দু’বেলাই কোহালিরা প্র্যাকটিস করবেন কি না, তা অবশ্য জানানো হয়নি। সাধারণত তা হয়ও না। পরিস্থিতি অনুযায়ী হয়তো কোনও এক বেলাই প্র্যাকটিস করবেন তাঁরা।

প্র্যাকটিস থেকে ম্যাচ— সবসময়ই কড়া পাহারা থাকবে। এমনকী ফ্লাডলাইট যেখান থেকে নিয়ন্ত্রণ হয়, সেখানেও বেনজির নিরাপত্তা থাকবে বলে সিএবি সূত্রের খবর।

সদ্য ভারতীয় দলের নেতৃত্ব ছাড়া মহেন্দ্র সিংহ ধোনিকে ক্রিস্টালের স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হবে বলে ঠিক হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন