Virat Kohli

ক্রিকেটের বাইরেও যে ১০টি কারণে কোহালিকে সকলে ভালবাসে

শুধু ক্রিকেট মাঠেই নয়, মাঠের বাইরেও কোহালির বেশ কিছু আচরণ তাঁকে আমাদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই রকমই কিছু কারণ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৭ ১৭:১৬
Share:
০১ ১০

ক্রিকেটের পাশাপাশি শরীরচর্চার দিকেও বিরাট বেশ মনোযোগী। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় শরীরচর্চার উপর জোড় দেওয়ার কথা বলেছেন বিরাট।

০২ ১০

এক জন প্রেমিক হিসেবেও যথেষ্ট কর্তব্যপরায়ণ কোহালি। শত ব্যস্ততার মধ্যেও নিজের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে ভোলেন না তিনি। তাঁর খারাপ পারফরম্যান্সের কারণে অনুষ্কার দিকে আঙুল উঠলেও বার বার তার বিরোধিতা করেছেন বিরাট।

Advertisement
০৩ ১০

নারী দিবসে মায়ের সঙ্গে বিরাটের ছবি পোস্ট এক লহমায় জিতে নিয়েছে বহু মানুষের হৃদয়।

০৪ ১০

হরভজনের মেয়ের সঙ্গে পোস্ট করা বিরাটের ছবি থেকেও স্পষ্ট ছোটদের সঙ্গেও কত ভালভাবে মিশে যেতে পারেন তিনি।

০৫ ১০

শুধু ক্রিকেটার হিসেবেই নয়, এক জন ডান্সার হিসেবেও বেশ ভাল বিরাট। কখনও গেলের সঙ্গে, তো কখনও কোনও বন্ধুর বিয়েতে, কোহালির নাচের সাক্ষী থেকেছেন কোহালি ভক্তরা।

০৬ ১০

সামাজিক কাজেও বার বার এগিয়ে এসেছেন কোহালি। বহু বার অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছেন।

০৭ ১০

বিভিন্ন রকমের ডাবিং ভিডিও বানিয়েও মাঝে মধ্যে পোস্ট করেন বিরাট কোহালি। বিরাটের এই গুণে অনেক ভক্তদেরই মন জয় করেছেন।

০৮ ১০

নিজের পোষ্যের পাশাপাশি অসহায় সারমেয়দের রক্ষার্থেও বহু বার এগিয়ে আসতে দেখা গিয়েছে তাঁকে।

০৯ ১০

ক্রিকেটের পাশে শুধু নাচ নয়, কোহালির গানের গলাও ভাল।

১০ ১০

ভাল সেল্ফি কী ভাবে তুলতে হয় শিখতে চান? তা হলে ইনস্টাগ্রামে বিরাট কোহালিকে ফলো করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement