Cricket

৮৭ বছর বয়সে প্রয়াত সচিনের আচরেকর স্যর

বয়স হয়েছিল ৮৭ বছর। ১৯৩২ সালে জন্ম আচরেকরের। ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য পেয়েছিলেন দ্রোণাচার্য পুরস্কার। এমনকী, পদ্মশ্রী সম্মানেও ভূষিত হন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ১৯:৪২
Share:

বার্ধক্যজনিত অসুখে মারা গেলেন রমাকান্ত আচরেকর। ফাইল ছবি।

নতুন বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেটে শোকের আবহ। চলে গেলেন রমাকান্ত আচরেকর। ক্রিকেট নিয়ে উত্সাহ রয়েছে অথচ, আচরেকরের নাম শোনেননি এমন মানুষ সত্যিই বিরল। সচিন তেন্ডুলকর, বিনোদ কাম্বলি, প্রভীন আমরেদের মতো ছাত্রদের তিনি উপহার দিয়েছেন বিশ্ব ক্রিকেটকে। ভুগছিলেন অনেক দিন ধরেই। বুধবার বিকেলে চলে গেলেন।

Advertisement

বয়স হয়েছিল ৮৭ বছর। ১৯৩২ সালে জন্ম আচরেকরের। ভারতীয় ক্রিকেটে অসামান্য অবদানের জন্য পেয়েছিলেন দ্রোণাচার্য পুরস্কার। এমনকী, পদ্মশ্রী সম্মানেও ভূষিত হন তিনি। মুম্বইয়ের সারদাশ্রম বিদ্যালয়ের ছাত্র হিসেবে সচিন, কাম্বলিদের ক্রিকেট পাঠ দিয়েছিলেন। পরে তাঁদেরই বিস্ফোরক উত্তরণ ঘটেছিল ক্রিকেট দুনিয়ায়।

গুরু আচরেকার স্যরের মৃত্যুর খবর পেয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তাঁর সেরা ছাত্র সচিনও। সচিন বলেছেন, "খেলার মাঠেও যেমন সোজা ব্যাটে খেলতে বলতেন আচরেকর স্যর, তেমনই জীবনেও সহজ-সরল থাকার পরামর্শ দিতেন সবসময়। যদি স্বর্গ বলে কিছু থেকে থাকে, তবে আচরেকর স্যরের অন্তর্ভুক্তিতে সেখানকার ক্রিকেট সমৃদ্ধ হবে"।

Advertisement

বয়সজনিত নানা সমস্যায় বেশ কয়েক বছর ধরেই ভুগছিলেন সচিনের গুরুমশাই। মাঝেমাঝেই ‘মাস্টার ব্লাস্টার’ গিয়ে দেখা করে আসতেন তাঁর সঙ্গে। ইদানীং শরীর বেশ দূর্বল হয়ে পড়েছিল। বুধবার বিকেলে এই অকৃতদার মানুষটির এক আত্মীয়া সংবাদ মাধ্যমকে তাঁর মৃত্যুর খবর দেন। ভারতীয় ক্রিকেট আবহে যা আনল শোকের ছায়া।

আরও পড়ুন: ব্যাটসম্যানদের রান করতেই হবে, বললেন টিম পেন

আরও পড়ুন: সেরা নয়, অন্যতম সেরা ইনিংস, ম্যাচ জিতিয়ে উঠে বললেন অভিমন্যু

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন