প্রাক্তন টেনিস তারকা বরিস বেকার। —ফাইল চিত্র।
আরও এক বার বাবা হলেন বরিস বেকার। ৫৮ বছর বয়সে। এই নিয়ে পঞ্চম বার বাবা হলেন এই প্রাক্তন টেনিস তারকা।
বেকারের স্ত্রী লিলিয়ান ডি কারভালহো মন্টেইরো কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বেকারের চেয়ে তাঁর স্ত্রী ২৪ বছরের ছোট। শনিবার ৫৮তম জন্মদিন পালন করেছেন বেকার। তার ঠিক এক দিন আগে বাবা হলেন তিনি।
ইনস্টাগ্রামে বেকার নবজাতকের ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি এবং তাঁর স্ত্রী মেয়ের হাত ধরে রয়েছেন। সন্তানের নামও দিয়েছেন তাঁরা। লিখেছেন, ‘‘পৃথিবীতে স্বাগত জো ভিটোরিয়া বেকার ২১.১১.২০২৫।’’
বেকার এবং লিলিয়ান গত বছর পোর্টোফিনোতে বিয়ে করেছিলেন। জুন মাসে তাঁরা ঘোষণা করেছিলেন যে, লিলিয়ান প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। দু’জনের প্রথম পরিচয় ২০১৮ সালে ফ্রাঙ্কফুর্টে বন্ধুদের মাধ্যমে।
প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন এর আগেও দু’বার বিয়ে করেছেন। ১৯৯৪ সালে বেকার প্রথম বাবা হন। তাঁর এবং বারবারা ফেল্টাসের প্রথম সন্তান ছেলে নোয়া গ্যাব্রিয়েল। তাঁর বয়স এখন ৩১। এর পর ১৯৯৯ সালে তাঁদের দ্বিতীয় সন্তান এলিয়াস বালথাসার জন্ম হয়। ২০০০ সালে বেকারের মেয়ে আনার জন্ম হয়। তাঁর মা রাশিয়ান মডেল অ্যাঞ্জেলা এরমাকোভা।