US Open 2025

প্রতিপক্ষকে উড়িয়ে এগোচ্ছেন আলকারাজ়, ইউএস ওপেনের শেষ ষোলোয় পুরুষদের দ্বিতীয় বাছাই

আরও একটি ম্যাচে সহজ জয় পেলেন কার্লোস আলকারাজ়। ইটালির লুসিয়ানো দারদেরিকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ তারকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ২৩:১৬
Share:

জয়ের পর উল্লাস কার্লোস আলকারাজ়ের। ছবি: রয়টার্স।

দ্বিতীয় সেটে একটু সময় লেগেছিল। কয়েক মিনিটের জন্য মেডিক্যাল বিরতিও নিয়েছিলেন। তার পরে আর থামানো গেল না কার্লোস আলকারাজ়কে। ইউএস ওপেনে আরও একটি ম্যাচে সহজ জয় পেলেন তিনি। ইটালির লুসিয়ানো দারদেরিকে স্ট্রেট সেটে (৬-২, ৬-৪, ৬-০) উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ তারকা। ইউএস ওপেনের শেষ ষোলোয় উঠেছেন আলকারাজ়।

Advertisement

ক্রমতালিকায় ৩২ নম্বরে থাকা দারদেরির বিরুদ্ধে আলকারাজ়ের জিততে যে খুব একটা সমস্যা হবে না তা প্রথম সেটেই বোঝা গিয়েছিল। শুরুতেই প্রতিপক্ষের সার্ভিস দু’বার ভাঙেন আলকারাজ়। সেখান থেকে আর ফিরতে পারেননি দারদেরি। ৬-২ গেমে হারেন তিনি।

দ্বিতীয় সেটেও একটা সময় ৪-১ এগিয়ে গিয়েছিলেন আলকারাজ়। সেখান থেকে ফেরেন দারদেরি। পর পর তিনটি গেম জেতেন তিনি। আলকারাজ়ের সার্ভিসও এক বার ভাঙেন। ৪-৪ অবস্থায় মেডিক্যাল বিরতি নেন আলকারাজ়। ফিরে এসে ঝড়ের গতিতে প্রতিপক্ষকে উড়িয়ে দেন তিনি। ৬-৪ গেমে দ্বিতীয় সেট জেতেন।

Advertisement

তৃতীয় সেটে একটি গেমও জিততে পারেননি দারদেরি। পর পর ছ’টি গেম জিতে খেলার ফয়সালা করে দেন পুরুষদের দ্বিতীয় বাছাই। ম্যাচে ন’টি ‘এস’ মারেন তিনি। দারদেরির সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন ১৮ বার। সাত বার তা কাজে লাগাতে পারেন। দারদেরিকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে তাঁর সার্ভিস। ম্যাচে আটটি ডবল ফল্ট করেন তিনি। আলকারাজ়ের মতো তারকার বিরুদ্ধে এই ভুল করলে ম্যাচে টিকে থাকা যায় না। সেটাই দেখা গেল। স্ট্রেট সেটে হেরে গেলেন ইটালির টেনিস খেলোয়াড়।

গত ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডে বিদায় নিতে হয়েছিস আলকারাজ়কে। তবে এ বার ছন্দে তিনি। যে ভাবে এগোচ্ছেন তাতে আরও একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন তাঁর ভক্তেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement