Novak Djokovic

পাঁচ বারের চ্যাম্পিয়নের বিদায় প্রথম ম্যাচেই, জোকোভিচের হারে অবাক টেনিসবিশ্ব

শনিবার নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জান্ডশুপের বিরুদ্ধে হেরে গেলেন জোকোভিচ। পাঁচ বার ইন্ডিয়ান ওয়েলস এটিপি মাস্টার্স জিতেছিলেন তিনি। কিন্তু এ বারে প্রথম ম্যাচেই তাঁর হার অবাক করেছে সকলকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৬:২৭
Share:

নোভাক জোকোভিচ। —ফাইল চিত্র।

ইন্ডিয়ান ওয়েলসে প্রথম ম্যাচেই হেরে গেলেন নোভাক জোকোভিচ। শনিবার নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জান্ডশুপের বিরুদ্ধে হেরে গেলেন তিনি। পাঁচ বার ইন্ডিয়ান ওয়েলস এটিপি মাস্টার্স জিতেছিলেন জোকোভিচ। কিন্তু এ বারে প্রথম ম্যাচেই তাঁর হার অবাক করেছে সকলকে।

Advertisement

২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক শনিবার হেরে গেলেন ২-৬, ৬-৩, ১-৬ গেমে। জোকোভিচ বলেন, “কোনও অজুহাত দেব না। খারাপ খেলেছি। কোর্টে এমন খেললে ভাল লাগে না। আমার প্রতিপক্ষকে অভিনন্দন। দিনটা খারাপ ছিল।”

গত বছর ইউএস ওপেনে কার্লোস আলকারাজ়কে হারিয়ে দিয়েছিলেন জান্ডশুপ। এ বার হারালেন জোকোভিচকে। এর আগে ডেভিস কাপে রাফায়েল নাদালকে হারিয়েছিলেন তিনি। সেটাই ছিল নাদালের শেষ পেশাদার ম্যাচ। শনিবার জিতে জান্ডশুপ বলেন, “পুরো ম্যাচে মাথা ঠান্ডা রাখতে পেরেছি। খেলতে নেমে মাথা গরম করে ফেললে সমস্যায় হয়। বিশেষ করে যদি বিপক্ষে বড় খেলোয়াড় থাকে। আমি তাই সব সময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি।”

Advertisement

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স থেকে জোকোভিচ বিদায় নিলেও দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন আলকারাজ়। তিনি হারিয়ে দেন কুয়েন্টিন হ্যালিসকে। আলকারাজ় ৬-৪, ৬-২ গেমে ম্যাচ জিতে নেন। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন ডেনিস শাপোভালোভের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement