কিংবদন্তি ক্লাবে আরও যাঁরা

বোল্ট ছাড়াও তালিকায় রয়েছেন পাভো নুরমি, কার্ল লুইসরা।

Advertisement
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০৩:৪১
Share:

.

পাভো নুরমি ফিনল্যান্ড

Advertisement

পছন্দের ইভেন্ট ১০ হাজার মিটার, ৫ হাজার মিটার, ক্রস কান্ট্রি।

তিনটে (১৯২০-১৯২৮) অলিম্পিক্সে সোনা ৯, রুপো ৩।

Advertisement

১৫০০ মিটার থেকে শুরু করে মোট ১৭টি দূরপাল্লার ইভেন্টে ২২টি বিশ্বরেকর্ড।

কার্ল লিউইস মার্কিন যুক্তরাষ্ট্র

পছন্দের ইভেন্ট ১০০ মিটার, ২০০ মিটার, লং জাম্প।

চারটে (১৯৮৮-১৯৯৬) অলিম্পিক্সে সোনা ৯, রুপো ১।

১৯৮৮ সোল অলিম্পিক্সে ১০০ মিটারে অলিম্পিক্স ও বিশ্বরেকর্ড ৯.৯২ সেকেন্ড।

ল্যারিসা লাতিনিনা সোভিয়েত ইউনিয়ন

পছন্দের ইভেন্ট ভল্ট, আনইভেন বার, ব্যালান্স বিম, ফ্লোর এক্সারসাইজ।

তিনটে (১৯৫৬-১৯৬৪) অলিম্পিক্সে সোনা ৯, রুপো ৫, ব্রোঞ্জ ৪।

সবচেয়ে বেশি অলিম্পিক্স সোনা জয়ী জিমন্যাস্ট। ২০১২-র আগে সবচেয়ে বেশি অলিম্পিক্স পদক জয়ের রেকর্ড।

মাইকেল ফেল্পস, মার্কিন যুক্তরাষ্ট্র

পছন্দের ইভেন্ট ১০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার ফ্রিস্টাইল, ৪০০ মিটার মেডলি।

চারটে অলিম্পিক্সে (২০০৪-২০১৬) সোনা ২৩, রুপো ৩, ব্রোঞ্জ ২।

সাতটা বিশ্বরেকর্ডের মালিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন