বলের রংই বুঝছেন না, লিটনকে নিয়ে উৎকণ্ঠা

দৃষ্টি-পরীক্ষা (ভিশন টেস্ট) হওয়ার সময় ধরা পড়ল বাংলাদেশ উইকেটরক্ষক লিটন দাস গোলাপি বলের রং চিনতে পারছেন না। ফলে বল দেখতে সমস্যা হচ্ছে তাঁর। এমনই খবর বাংলাদেশ শিবির সূত্রে।

Advertisement

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ০২:৫৩
Share:

পর্যবেক্ষণ: পিচ দেখছেন মোমিনুল (মাঝে)। সঙ্গে কোচও। পিটিআই

ওপেনার সৈফ হাসান দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন বুধবারই। শুক্রবার ইডেনে গোলাপি বলে প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টা আগে বাংলাদেশ শিবিরে ধেয়ে এল আরও বড় এক ধাক্কা!

Advertisement

দৃষ্টি-পরীক্ষা (ভিশন টেস্ট) হওয়ার সময় ধরা পড়ল বাংলাদেশ উইকেটরক্ষক লিটন দাস গোলাপি বলের রং চিনতে পারছেন না। ফলে বল দেখতে সমস্যা হচ্ছে তাঁর। এমনই খবর বাংলাদেশ শিবির সূত্রে। ফলে ভারতের বিরুদ্ধে ইডেন টেস্টে বাংলাদেশের উইকেটরক্ষা কে করবেন তা নিয়েই চিন্তা বেড়েছে রাসেল ডোমিঙ্গোর দলে।

চলতি সিরিজ শুরুর আগেই মুশফিকুর রহিম জানিয়ে দিয়েছিলেন, তিনি ব্যাটিংয়ে মন দিতে চান। ভারত সফরে উইকেটরক্ষা করবেন না তিনি। ফলে বাংলাদেশ শিবিরে প্রশ্ন এখন, মুশফিকুরের পরিবর্ত হিসেবে সিরিজে উইকেটরক্ষার দায়িত্বে থাকা লিটন যদি খেলতে না পারেন, তা হলে সেই জায়গায় কে খেলবেন? বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক যদিও বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলে গেলেন, ‘‘এখনও চূড়ান্ত দল নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।’’ তবে গোলাপি বল নিয়ে তাঁর দল যে স্বস্তিতে নেই তা কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন। বাংলাদেশ অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, লাল বলে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট না গোলাপি বলে দ্বৈরথ দেখতে দর্শক ঠাসা স্টেডিয়াম, কোনটা পছন্দ করবেন? উত্তরে মোমিনুল বললেন, ‘‘ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা জরুরি। তবে দর্শকরা গোলাপি বলে নৈশালোকে টেস্ট ক্রিকেট উপভোগ করবে।’’ যোগ করেন, ‘‘তবে খেলব তো ক্রিকেট-ই। গোলাপি বলের চ্যালেঞ্জ নিতে তৈরি আমরা।’’

Advertisement

আরও পড়ুন: শেষ মুহূর্তে বাতিল প্যারাট্রুপার শো​

লিটনের যে গোলাপি বলে সমস্যা হচ্ছে, তা বুধবার সকালে বাংলাদেশের অনুশীলনেই বোঝা গিয়েছিল। নেট বোলার ইরফানের বলে ন’বার বোল্ড হয়ে যান তিনি। তার পরে এ দিন দৃষ্টি-পরীক্ষায় দেখা যায়, লিটন গোলাপি বল নাকি দেখতে পাচ্ছেন না। সমস্যা হচ্ছে। লিটন এ দিন তিনি অনুশীলনও করেননি। বাংলাদেশ দল যখন সন্ধ্যার ইডেনে মন দিয়ে নেটে ব্যাটিং ও বোলিং-প্রস্তুতি সারছিল, তখন ক্লাব হাউসের বারান্দায় পায়চারি করছিলেন লিটন। পরিচিতদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। ছোটবেলা থেকেই কলকাতায় খেলতে আসছেন লিটন। ফলে সিএবি-র অনেকের সঙ্গেই তাঁর পরিচিতি রয়েছে। ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচের স্কোরারের সঙ্গেও পারিবারিক গল্প করছিলেন তিনি। কিন্তু কেন অনুশীলন করলেন না, তা জানতে চাইতে ড্রেসিংরুমে চলে যান লিটন।

গোলাপি বল ও দিন-রাতের টেস্ট নিয়ে এগুলো জানেন?

ইতিহাসের ইডেন গার্ডেন্স সম্পর্কে এই তথ্যগুলো জানেন?

ফলে যুদ্ধকালীন তৎপরতায় বাংলাদেশ শিবিরে বিকল্প খোঁজাও শুরু হয়েছে বলে খবর। মহম্মদ মিঠুন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব সামলেছেন। ফলে ইডেনে ঐতিহাসিক টেস্টে বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে মিঠুনকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

আরও পড়ুন: বল কাঁপলেই কিন্তু কঠিন পরীক্ষায় পড়বে ব্যাটসম্যানরা​

এই পরিস্থিতিতে বাংলাদেশ তিন পেসার নিয়ে পাল্টা ভারতীয় শিবিরে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরিকল্পনাও করছে, তা এ দিন অনুশীলনে স্পষ্ট। নেটে ভাল ছন্দেই বল করতে দেখা গিয়েছে পেসার আল আমিন হোসেন, আবু জায়েদকে। তৃতীয় পেসার হিসেবে কে? মুস্তাফিজ়ুর রহমান নাকি ইবাদত হোসেন? এ দিনের প্রস্তুতি বলছে, হয়তো দলে ঢুকতে পারেন মুস্তাফিজ়ুর। এ দিন বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ শার্ল ল্যাঙ্গভেল্ট মাঠের মাঝখানে অফস্টাম্প ও লেগস্টাম্প রেখে টানা বল করাচ্ছিলেন মুস্তাফিজ়ুরকে। বার বার বলছিলেন মিডল স্টাম্পে বল ঢুকিয়ে আনতে। অর্থাৎ মুস্তাফিজ়ের কাটার ও ইনসুইঙ্গার ভরসা অধিনায়ক মোমিনুল হকের। বাংলাদেশ অধিনায়ক বলেও দিচ্ছেন, ‘‘অঘটন ঘটাব তা বলছি না, যা প্রস্তুতি হয়েছে তা ঠিকঠাক কাজে লাগাতে চাই মাঠে নেমে। সঙ্গে প্রথম টেস্টে যে ভুলভ্রান্তি হয়েছিল, তা আর করতে চাই না।’’

আরও পড়ুন: দিনরাতের টেস্ট ভবিষ্যৎ নয় গোলাপি ম্যাচের আগে বললেন বিরাট কোহালি​

মোমিনুল মানছেন গোলাপি বলে ভারতীয় পেসারদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জের ব্যাপার। তাঁর কথায়, ‘‘গোধূলিতে গোলাপি বলে খেলা কঠিন। তার উপরে ভারতের তিন বিশ্বমানের সেরা পেসারের বল খেলাটাও একটা চ্যালেঞ্জ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন