Kane Williamson

উইলিয়ামসন মেনে নিচ্ছেন, ভয় আছে

নিউজ়িল্যান্ডের এক রেডিয়ো চ্যানেলে সাক্ষাৎকারে উইলিয়ামসন আশঙ্কা প্রকাশ করেছেন এ বারের দুবাই যাত্রা নিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২০ ০৪:৪৫
Share:

কেন উইলিয়ামসন।

চেন্নাই সুপার কিংসের ১৩ জন সংক্রমিত হওয়ার পরে সব দলেই আতঙ্ক ছড়িয়েছে। অনেক দলেই প্রশ্ন উঠেছে, বিদেশি ক্রিকেটারেরা খেলতে আসবেন তো? সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম ভরসা কেন উইলিয়ামসন বুধবার জানিয়েছেন, তিনি দুবাই আসছেন। বৃহস্পতিবারই রওনা দিচ্ছেন নিউজ়িল্যান্ড অধিনায়ক। কিন্তু তিনিও চিন্তিত চেন্নাই শিবিরে সংক্রমণ ছড়ানো নিয়ে।

Advertisement

নিউজ়িল্যান্ডের এক রেডিয়ো চ্যানেলে সাক্ষাৎকারে উইলিয়ামসন আশঙ্কা প্রকাশ করেছেন এ বারের দুবাই যাত্রা নিয়ে। জানিয়েছেন, অতিরিক্ত সতর্কতা মেনেই এ বার তিনি সানরাইজার্স শিবিরে যোগ দেবেন। উইলিয়ামসন বলেছেন, ‘‘চেন্নাই শিবিরে সংক্রমণের খবর পেয়েছি। সত্যি খুব উদ্বেগজনক বিষয়। সংক্রমণ ধরা পড়েছে, এ খবর কেউ শুনতে চায় না। আশা করি, এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যাবে সবাই।’’ আশঙ্কা নিয়েই দুবাই উড়ে যাচ্ছেন তিনি। বলছেন, ‘‘কিছুটা আশঙ্কা তো থাকছেই। যাত্রাপথে আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সে দেশে পৌঁছেও শৃঙ্খলা ভাঙা চলবে না। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে নিজেকে আবদ্ধ রাখব।’’

হায়দরাবাদ শিবিরের সফল ক্রিকেটার যখন করোনা নিয়ে আশঙ্কায়, দিল্লি ক্যাপিটালসে তখনও চলছে মাঁকড়ীয় আউট নিয়ে তর্ক। বুধবার দিল্লি ক্যাপিটালস দলের কোচ রিকি পন্টিং সুর পাল্টে তাঁর দলের তারকা স্পিনার অশ্বিনের পাশেই দাঁড়ালেন। বললেন, বোলার ডেলিভারি শেষ করার আগে ব্যাটসম্যান যদি ‘নন-স্ট্রাইকিং এন্ড’ থেকে বেরিয়ে যান, তা হলে পেনাল্টি হিসেবে দলের রান কেটে নেওয়া উচিত। ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে কতটা বেরিয়ে এলেন, সেই দৈর্ঘ অনুযায়ী রান কাটা হতে পারে।’’ পন্টিং আগে বলেছিলেন, অশ্বিনকে মাঁকড়ীয় আউট করতে দেবেন না। এখন বলছেন, ‘‘মাঁকড়ীয় আউটের এখনও বিপক্ষে আমি। তবে ব্যাটসম্যান যদি ক্রিজ থেকে বেরিয়ে আসে, তা হলে পেনাল্টি হিসেবে রান কাটা হোক সে দলের।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন