নেতাও যখন নিরাপদ নন

আইপিএল-এর খেলোয়াড় নিলামের ঠিক আগের দিন বড় ধাক্কা এল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারে। রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে।তবে এ ঘটনা নতুন নয়। অতীতে আইপিএল-এর ইতিহাসে এমন কাণ্ড অনেক হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:১৯
Share:

আইপিএল-এর খেলোয়াড় নিলামের ঠিক আগের দিন বড় ধাক্কা এল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারে। রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে।তবে এ ঘটনা নতুন নয়। অতীতে আইপিএল-এর ইতিহাসে এমন কাণ্ড অনেক হয়েছে।

Advertisement

এম এস ধোনি

আট বছরে দু’বার চ্যাম্পিয়ন করেন চেন্নাইকে। গত বছর সিএসকে নির্বাসিত হওয়ায় পুণে সুপারজায়ান্টসে আসেন। দল লিগ টেবলে সাত নম্বরে শেষ করে। এ বছর ঠিক নিলামের আগের দিন সরিয়ে দেওয়া হল ক্যাপ্টেন্সি থেকে।

Advertisement

রাহুল দ্রাবিড়

আইপিএলের প্রথম তিন বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। প্রথম বছর ক্যাপ্টেন। সাত নম্বর হওয়ায় নেতৃত্ব হারান। দু’বছর পরে ছেড়ে দেয় আরসিবি।

সৌরভ গঙ্গোপাধ্যায়

২০০৮–২০১০ কলকাতা দলের প্রধান মুখ। তিন বছর পরে নিলামে তুলে দিল কেকেআর। বিডও করেনি। পরে পুণে ওয়ারিয়ার্সে যোগ দেন।

আরও পড়ুন:

স্লেজিং নিয়ে এ বার পিছু হটা শুরু ওয়ার্নারদের

যুবরাজ সিংহ

আইপিএল শুরু কিংগস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক হিসেবে। তৃতীয় বছর নেতৃত্ব হারান। বনিবনা না হওয়ায় পরের বছর প্রীতি জিন্টার দল ছেড়ে দিল যুবিকে।

ভিভিএস লক্ষ্মণ

আইপিএলের প্রথম বছর ডেকান চার্জার্সের অধিনায়ক। সেই মরসুমের মাঝপথে ছেড়ে দেন অধিনায়কত্ব। ২০১১ মরসুমেই বাদ। যোগ দেন কোচি টাস্কার্সে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন