মোনাকোয় হার দিয়ে শুরু হল কোচ অঁরির

মোনাকোর প্রধান প্রশিক্ষক হিসেবে শুরুটা খুব খারাপ হল থিয়েরি অঁরির। প্রাক্তন ফরাসি স্ট্রাইকারের অধীনে প্রথম ম্যাচেই মোনাকো ১-২ হারল স্ট্রাসবোর্গের কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০২:১৩
Share:

ধাক্কা: স্ট্রাসবোর্গের বিরুদ্ধে ম্যাচে মোনাকো কোচ অঁরি। এএফপি

মোনাকোর প্রধান প্রশিক্ষক হিসেবে শুরুটা খুব খারাপ হল থিয়েরি অঁরির। প্রাক্তন ফরাসি স্ট্রাইকারের অধীনে প্রথম ম্যাচেই মোনাকো ১-২ হারল স্ট্রাসবোর্গের কাছে। প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) যখন টানা দশ ম্যাচে জিতে এ বারও খেতাবের দাবিদার, তখন মোনাকো চলে গেল অবনমন অঞ্চলে। অঁরির ক্লাব ফরাসি লিগ ওয়ান-এ এই নিয়ে টানা ১১টি ম্যাচ জিততে পারল না। টেবলে সবচেয়ে নীচের দল গুইগামের থেকে তার আগে রয়েছে শুধুমাত্র গোল পার্থক্যে। অথচ এই মোনাকো গত মরসুমের রানার্স আপ দল। আর এ বার পিসিজি-র থেকে ২৪ পয়েন্ট পিছনে!

Advertisement

স্ট্রাসবোর্গের কাছে হারের জন্য অনেকটাই দায়ী মোনাকোর গোলরক্ষক সেদো সি। তাঁর ভুলেই ১-০ করেন আড্রিয়েন থোমাসন। দ্বিতীয়ার্ধে পরিবর্ত স্যামুয়েল গ্রানসা লাল কার্ড দেখায় অনেকটা সময় মোনাকোকে দশ জনে খেলতে হয়। ২-০ করেন লেবো মোথিবা। খেলার শেষ লগ্নে পেনাল্টি থেকে ১-২ করেন মোনাকোর লেবো মোথিবা।

অঁরি ম্যাচের পরে বলললেন, ‘‘আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই নেমেছিলাম। কিন্তু ওই বাজে গোলটা হতেই আমাদের খেলা এলেমেলো হয়ে যায়। তবে কাউকে দোষী সাব্যস্ত করা পছন্দ করি না। মানুষ মাত্রই ভুল হতে পারে।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘স্যামুয়েল লাল কার্ড দেখায় আমাদের কাজ কঠিন হয়ে গিয়েছিল। তবে এখনও সব কিছু ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই। এখনও চেষ্টা করার মতো পরিস্থিতি আছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন