সুব্রত কাপের তিন চ্যাম্পিয়ন

অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফাইনাল খেলায় নপাড়া হাইস্কুল টাইব্রেকারে ৩-১ গোলে লাগদা হাইস্কুলকে পরাজিত করে। নপাড়ার হয়ে রচনা রাজোয়াড়, সরস্বতী পরামানিক ও চিত্রা গড়াই গোলগুলি করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ০২:৫০
Share:

ময়দানে: সুব্রত কাপ ফাইনালের একটি মুহূর্ত। নিজস্ব চিত্র

সুব্রত কাপ স্কুল ফুটবলে অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে চ্যাম্পিয়ন হল বেগুনকোদর হাইস্কুল। অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নপাড়া হাইস্কুল। শুক্রবার পুরুলিয়ার মানভূম ক্রীড়া সংস্থার মাঠে ফাইনাল খেলাগুলি হয়।

Advertisement

এ দিন ফাইনালে বেগুনকোদর বাঘমুণ্ডি হাইস্কুলকে ২-১ গোলে পরাজিত করে। জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার পক্ষে নরেন চন্দ্র জানান, বেগুনকোদরের হয়ে দু’টি গোল করে অজয় নন্দী ও সোনারাম মাঝি। বাঘমুণ্ডির হয়ে একমাত্র গোলটি করে সুদাম সিংহ। ছেলেদের বিভাগে সেরা খেলোয়াড়ের শিরোপা পেয়েছেন বেগুনকোদরের অনিকেত সিংহ।

অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফাইনাল খেলায় নপাড়া হাইস্কুল টাইব্রেকারে ৩-১ গোলে লাগদা হাইস্কুলকে পরাজিত করে। নপাড়ার হয়ে রচনা রাজোয়াড়, সরস্বতী পরামানিক ও চিত্রা গড়াই গোলগুলি করে। লাগদার পক্ষে একমাত্র গোলটি করে রুক্মিনী সর্দার। মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে লাগদার প্রীতিকণা মাহাতো।

Advertisement

অনূর্ধ্ব ১৪ বালক বিভাগের ফাইনালে মালতি শ্যামনগর জিলপা লায়া হাইস্কুল ৩-০ গোলে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠকে হারিয়ে দেয়। সমীরকুমার মাহাতো, শুকদেব টুডু ও শ্যামচরণ টুডু গোল তিনটি করেন। ওই বিভাগে সেরা খোলোয়াড় নির্বাচিত হয়েছে মালতি শ্যামনগরের বিক্রম সহিস। ফাইনাল খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক শান্তিগোপাল মাহাতো, প্রাক্তন ফুটবলার কামালউদ্দিন আনসারি প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন