দ্য বস

তিন খেলার তিন কিংবদন্তি। যাঁরা রেকর্ডের পিছনে নয়, রেকর্ড যাঁদের পিছনে তাড়া করে। যাঁরা ধারাবাহিকতার অন্য নাম।তিন খেলার তিন কিংবদন্তি। যাঁরা রেকর্ডের পিছনে নয়, রেকর্ড যাঁদের পিছনে তাড়া করে। যাঁরা ধারাবাহিকতার অন্য নাম।

Advertisement
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৫২
Share:

তিন খেলার তিন কিংবদন্তি। যাঁরা রেকর্ডের পিছনে নয়, রেকর্ড যাঁদের পিছনে তাড়া করে। যাঁরা ধারাবাহিকতার অন্য নাম।

বিরাট কোহালি

Advertisement

• গত এক বছরে টেস্ট ১৩ ইনিংস ১৯ রান ১৩২৬ সর্বোচ্চ ২৩৫ গড় ৮২.৮৭ সেঞ্চুরি ৫ হাফসেঞ্চুরি ২।

• সাতটা টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন। পাকিস্তান আর জিম্বাবোয়ের বিরুদ্ধে এখনও টেস্ট খেলেননি।

Advertisement

• ঘরের মাঠে ক্যাপ্টেন হিসেবে এক মরসুমে সর্বোচ্চ রান। ১০৭৫। ভাঙলেন গ্রাহাম গুচের রেকর্ড (১০৫৮)।

• টেস্ট ক্যাপ্টেন হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি। ৯টা। শীর্ষে সুনীল গাওস্কর (১১)।

“অন্য গ্রহের ওই ছেলেটা আবার নিজের কাজ শুরু করে দিয়েছে।” —মাইকেল ভন

“বিরাট দারুণ টাচে আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম আজ ৩৪০-এর কাছাকাছি তুলতে পারলেই ভাল স্কোর। বিরাট আরও ১০-২০ রান যোগ করল। আশা করছি পরের দিনও বিরাটকে ক্রিজে একই মেজাজে দেখব।” —মুরলী বিজয়

“বিরাটের বিরুদ্ধে কোনও লুজ বল ফেলার ভুল করা যায় না। ভাল বল হলে বিরাট ছেড়ে দেবে বা ওর ব্যাটের কানায় লাগবে হয়তো, কিন্তু ল্যুজ বল করলেই সেটা বাউন্ডারি হবে।” —তাসকিন আহমেদ

সেরিনা উইলিয়ামস

• চলতি মরসুমে অস্ট্রেলীয় ওপেনে স্টেফি গ্রাফের নজির ভেঙে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম (২৩) জয়ের রেকর্ড।

• গত এক বছরে দুটো গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন (অস্ট্রেলীয় ওপেন, উইম্বলডন)। দুটোর ফাইনালে উঠেছেন।

• গত মরসুমে সার্কিটে জিতেছেন ৮৬ শতাংশ ম্যাচ। সব মিলিয়ে ৩৮টা জয় ৬টা হার।

• স্টেফি গ্রাফের (৩৭৭ সপ্তাহ) পর সবচেয়ে বেশি সময় বিশ্বের এক নম্বরের সিংহাসনে (৩১১ সপ্তাহ)।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

• ২০১৫-’১৬ মরসুমে রিয়ালের হয়ে ৪৮ ম্যাচে ৫১ গোল।

• গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ (১৬), লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ (৩৫) ও ইউরোয় পর্তুগালের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা (৩)।

• গত এক বছরে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো, ক্লাব বিশ্বকাপ, ব্যালন ডি’অর, ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন।

• চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শেষ টাইব্রেকারে গোল করে ও ক্লাব বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করে দলকে জেতান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন