টাইগারের ভাইঝি

মহিলাদের হিরো ইন্ডিয়ান ওপেন গল্ফের অন্যতম আকর্ষণ তিনি। ভারতে খেলতে আসছেন গল্ফ কিংবদন্তি টাইগার উডসের ভাইঝি চেনি নিকোল উডস! পঁচিশ বছরের পেশাদার গল্ফারের ঝুলিতে মহিলাদের পিজিএ এবং ইউরোপীয় ট্যুরের দু’টি খেতাব।

Advertisement
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৩
Share:

মহিলাদের হিরো ইন্ডিয়ান ওপেন গল্ফের অন্যতম আকর্ষণ তিনি। ভারতে খেলতে আসছেন গল্ফ কিংবদন্তি টাইগার উডসের ভাইঝি চেনি নিকোল উডস! পঁচিশ বছরের পেশাদার গল্ফারের ঝুলিতে মহিলাদের পিজিএ এবং ইউরোপীয় ট্যুরের দু’টি খেতাব। টাইগারের সৎ ভাই আর্ল ডেনিসল উডস এবং সুসান উডসের মেয়ের গল্ফে হাতেখড়ি টাইগারের বাবা আর্ল উডসের কাছে। এ দিকে, গুরগাঁওয়ের ডিএলএফ গল্ফ ক্লাবের টুর্নামেন্টে পুরস্কার মূল্য তিন থেকে বেড়ে হয়েছে চার লক্ষ মার্কিন ডলার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement