tim paine

২৪ ঘণ্টার মধ্যে নিজের মন্তব্য থেকে সরে এলেন টিম পেন

জানালেন, ভারতের কৃতিত্বকে ছোট করার কোনও অভিপ্রায় তাঁর ছিল না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০২১ ২১:২৬
Share:

মন্তব্য থেকে সরলেন পেন। ফাইল ছবি

একদিনের মধ্যেই নিজের মন্তব্য থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন টিম পেন। জানালেন, ভারতের কৃতিত্বকে ছোট করার কোনও অভিপ্রায় তাঁর ছিল না। এমনকি বৃহস্পতিবার যে মন্তব্য করেছিলেন তাকে অজুহাত হিসেবেও খাড়া করতে চান না।

Advertisement

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের কারণ হিসেবে পেন জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটারদের ফাঁদে পা দিয়েই নাকি হেরেছেন তাঁরা। খেলার বাইরে অন্য প্রসঙ্গ তোলার অভিযোগও করেন ভারতীয় ক্রিকেটারদের দিকে।

শুক্রবার অ্যাডাম গিলক্রিস্টকে এক সাক্ষাৎকারে যদিও পেন জানিয়েছেন, তিনি নিজের মন্তব্য থেকে সরছেন না। কিন্তু তারপরেই বলেছেন, “ওরা আমাদের থেকে অনেক ভাল খেলেছে। যোগ্যতম দল হিসেবেই জিতেছে। নেটমাধ্যমে ভারতীয় সমর্থকরা আমার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে। কিন্তু আমার বেশ মজাই লাগছে।”

Advertisement

পেন যোগ করেছেন, “অস্ট্রেলিয়ার অধিনায়ক কোনও কথা বললে সেটা নিয়ে চর্চা হবেই। অনেকদিন পরে এত বড় একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। তবে কোনও অজুহাত তৈরি করার চেষ্টা করিনি। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল সিরিজে কী কী সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আমি তার উত্তর দিয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন